কর্মী, জন-অভিযোগএবংপেনশনমন্ত্রক
azadi ka amrit mahotsav

পেনশন বিভাগ ও পেনশন উন্নয়ন বিভাগের তরফে পেনশনারদের জীবনযাত্রা সহজ করতে একটি পোর্টাল চালু করা হয়েছে

Posted On: 30 AUG 2022 3:35PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩০  আগস্ট, ২০২২

অমৃতসরে ভারত সরকারের পেনশন বিভাগ ও পেনশনার উন্নয়ন বিষয়ক সংস্থার তরফে দু’দিনের একটি ব্যাঙ্ক বিষয়ক সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন সংস্থার সচিব শ্রী ভি শ্রীনিবাস। এছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুখ্য জেনারেল ম্যানেজার শ্রী গৌরি প্রসাদ শর্মা সহ অন্যান্যরা অনুষ্ঠানে যোগ দেন। উত্তরাঞ্চলের প্রায় ৫০ জন আধিকারিক এই দু’দিনের অনুষ্ঠানে অংশ নেন।

শ্রী ভি শ্রীনিবাস তাঁর উদ্বোধনী ভাষণে বলেন, অবসরভোগীদের সহজে পরিষেবা দিতে চেষ্টা চালানো হচ্ছে। এই লক্ষ্যে বিভিন্ন ব্যাঙ্কে একটি পোর্টাল খোলা হয়েছে। সহজে এই ডিজিটাল ব্যবস্থার সুবিধা পাইয়ে দিতে একটি কারিগরি দলও গঠন করা হয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে প্রথমে এই সহযোগিতা গড়ে তোলা হয়েছে। এতে জনগণের অভিযোগ নিষ্পত্তির বিষয়টিতে বিশেষ জোর দেওয়া হচ্ছে।

পেনশনভোগী ও তাদের পরিবার পরিজনের জীবনযাত্রার মান সহজ করতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পেনশন আইনে আনা হয়েছে বেশ কিছু সংশোধনী। এগুলির বিষয়ে সচেতনতা বাড়াতে চেষ্টা চালানো হচ্ছে।

৩০ ও ৩১ আগস্ট ব্যাঙ্ক আধিকারিক ও পেনশনভোগীদের জন্য যে দু’দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখান থেকে সচেতনতা অনেকটাই বাড়বে বলে আশা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সহযোগিতায় পরবর্তীতে সারা দেশে এ ধরনের নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

PG/PM/NS


(Release ID: 1855972) Visitor Counter : 153