প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী ওড়িশা উপকূলে স্বল্প পরিসরে ভূমি থেকে আকাশ মিসাইলের উলম্ব উৎক্ষেপণের সফল পরীক্ষা করেছে

Posted On: 23 AUG 2022 3:11PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৩ আগস্ট, ২০২২

 

প্রতিরক্ষা, গবেষণা ও উন্নয়ন সংস্থা এবং ভারতীয় নৌবাহিনী আজ ২৩ আগস্ট ২০২২ ওড়িশা উপকূলে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) স্বল্প পরিসরে ভূমি থেকে আকাশ মিসাইলের (ভিএল-এসআরএসএএম) উলম্ব উৎক্ষেপণের সফল পরীক্ষা করেছে। ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ থেকে আকাশে মানব বিহীন দ্রুত ধাবমান একটি লক্ষ্যবস্তুর দিকে এই ক্ষেপনাস্ত্রটিকে উৎক্ষেপন করা হয়। রেডিও ফ্রিকোয়েন্সি (আরএফ) সিকার সজ্জিত ক্ষেপনাস্ত্রগুলি একবারে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ভিএল-এসআরএসএএম এই সিস্টেমটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ডিআরডিও তৈরি করেছে।

এই উৎক্ষেপনের সময় এটির গতিপথ এবং পারদর্শিতার সূচকগুলি উড়ান তথ্যের মাধ্যমে খতিয়ে দেখা হয়। প্রতিরক্ষা, গবেষণা ও উন্নয়ন পরীক্ষাগার, আরটিআই, সিস্টেম ডিজাইন এবং নির্মাণের সঙ্গে জড়িত হায়দ্রাবাদ এবং পুনের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, ডিআরডিও ল্যাবের উচ্চপদস্থ বিজ্ঞানীরা এই উৎক্ষেপনটি প্রত্যক্ষ করেন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও এবং ভারতীয় নৌবাহিনী ও সংশ্লিষ্টদের ভিএল-এসআরএসএএম সফল পরীক্ষার জন্য প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই ক্ষেপনাস্ত্রটি ভারতীয় নৌবাহিনীর নতুন শক্তি হিসেবে চিহ্নিত হবে।

প্রতিরক্ষা সচিব তথা ডিআরডিও-র প্রধান এই পরীক্ষার সঙ্গে যাঁরা নানাভাবে যুক্ত তাঁদের সকলকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে এই পরীক্ষার মাধ্যমে ভিএল-এসআরএসএএম ব্যাবস্থার কার্যকারিতা প্রমানিত হল।

 

PG/AB/NS


(Release ID: 1854063) Visitor Counter : 193