স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারত স্বাস্থ্য মহোৎসব-এ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী
Posted On:
22 AUG 2022 10:21PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ আগস্ট ২০২২
স্বাধীনতার পরবর্তী সময়ে স্বাস্থ্যক্ষেত্রে পদ্ম সম্মানে ভূষিত চিকিৎসকদের সাফল্য এবং অবদানকে স্বীকৃতি দিতে সোমবার, ২২ আগস্ট ভারত স্বাস্থ্য মহোৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্য বলেন, দেশের জন্য যাঁরা কাজ করেছেন, এই সম্মান তাঁদের কাজের স্বীকৃতি। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রী রাজেশ ভূষণ এবং জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক ডা. আর এস শর্মা উপস্থিত ছিলেন।
পদ্ম পুরস্কারে সম্মানিত চিকিৎসকদের জন্য অনুষ্ঠিত এই আয়োজনে দেশের স্বাস্থ্যক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এই চিকিৎসকরা ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন এনেছেন। কোভিড-১৯ মহামারীর সময়ে স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত সামনের সারির কর্মী, চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করে ডা. মাণ্ডব্য বলেছেন, সঙ্কটের সেই সময় এঁদের কঠোর পরিশ্রম ও সেবার প্রতি অঙ্গীকার মানবসভ্যতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রাণের ঝুঁকি নিয়েও তাঁরা সেই সময় রোগীর সেবা করে গেছেন। দেশ তাঁদের প্রতি কৃতজ্ঞ। পদ্ম পুরস্কারের গুরুত্বের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, যাঁরা এই সম্মানে সম্মানিত হয়েছেন, তাঁদের সঙ্কল্পের জন্যই তাঁরা এই স্বীকৃতি লাভ করেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের গবেষকদের দক্ষতা সম্পর্কে ওয়াকিবহাল। আর তাই বর্তমানে ভারতে কোভিড টিকার উৎপাদন বিপুল পরিমাণে হচ্ছে। প্রধানমন্ত্রী এই প্রসঙ্গে যে পাঁচটি মন্ত্র অনুসরণ করার কথা বলেন, তার গুরুত্বের কথা বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ঐতিহ্যের জন্য আমরা গর্বিত। এ দেশে মানবসম্পদ এবং মেধার কখনও ঘাটতি ছিল না। আগামীদিনে আমাদের ভারতকে শীর্ষস্থানে নিয়ে যেতে হবে, এ কাজে সকলের যৌথ উদ্যোগের প্রয়োজন ।
কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ভারতী প্রবীণ পাওয়ার বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে পদ্ম সম্মানের জন্য বাছাই প্রক্রিয়ায় বর্তমানে সাধারণ মানুষকে যুক্ত করা হয়েছে। দেশকে স্বাস্থ্যক্ষেত্রে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে তিনি সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান যাতে প্রত্যেকের দক্ষতা বৃদ্ধি পায় এবং আগামী প্রজন্ম এ কাজে যুক্ত হওয়ার জন্য অনুপ্রাণিত হয়।
PG/CB/DM
(Release ID: 1853884)
Visitor Counter : 167