সারওরসায়নমন্ত্রক

রাসায়নিক ও সার মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া হিন্দুস্থান উরভারাক অ্যান্ড রসায়ন লিমিটেড (এইচইউআরএল)-এর সিন্ধ্রি ও বারাউনি প্রকল্পের কাজের অগ্রগতি এবং দেশের প্রথম কয়লা প্রযুক্তি নির্ভর ইউরিয়া কারখানা তালচের ফার্টিলাইজার্স লিমিটেড (টিএফএল)-এর অগ্রগতি খতিয়ে দেখেছেন

Posted On: 16 AUG 2022 5:28PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১৬ আগস্ট, ২০২২

কেন্দ্রীয় রাসায়নিক ও সার মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া বলেছেন, ভারত সরকার খুব শীঘ্রই এইচইউআরএল-এর বারাউনি এবং সিন্ধ্রি কারখানা থেকে উৎপাদন শুরু করতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘এই দুটি কারখানা থেকে প্রতি বছরে অতিরিক্ত আরও ২৫ লক্ষ মেট্রিকটন ইউরিয়া উৎপাদন হবে যা সমপরিমান ইউরিয়া আমদানি কমাতে সাহায্য করবে’-বলে মন্ত্রী জানান। তিনি আজ হিন্দুস্থান উরভারাক এবং রসায়ন লিমিটেড (এইচইউআরএল)-এর সিন্ধ্রি ও বারাউনি প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী এছাড়া দেশের প্রথম কয়লা প্রযুক্তি নির্ভর ইউরিয়া কারখানা তালচের ফার্টিলাইজার লিমিটেডের (টিএফএল)কাজের অগ্রগতিও খতিয়ে দেখেন। টিএফএল থেকে প্রতি বছর ১২ লক্ষ ৭০ হাজার মেট্রিকটন সার উৎপাদন হবে। ২০২৪ সালের মধ্যে এর কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে।

ডঃ মনসুখ মান্ডভিয়া বিশেষ জোর দিয়ে বলেন, এই কারখানাগুলি থেকে ইউরিয়া উৎপাদন শুরু হলে ‘আত্মনির্ভর ভারত’ এবং ‘আত্মনির্ভর কৃষি’এর লক্ষ্যে আরও একধাপ এগিয়ে যাওয়া যাবে। তিনি বলেন, সরকারের ক্রমাগত চেষ্টায় ভারত ইউরিয়া উৎপাদনে আত্মনির্ভর হয়ে উঠবে। এছাড়াও এই কারখানাগুলি থেকে ৫০০ প্রত্যক্ষ ও ১ হাজার ৫০০ অপ্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ মিলবে।

সরকার গোরক্ষপুর, সিন্ধ্রি এবং বারাউনি ইউনিটে পুনরায় কাজ চালুর চেষ্টা চালাচ্ছে। এনটিপিসি, আইওসিএল এবং সিআইএল এবং ফার্টিলাজার্স কর্পোরেশন লিমিটেড-এর যৌথ উদ্যোগে এই ইউনিটগুলি পুনরুজ্জীবনের কাজ চলছে।

একইভাবে তালচের ইউনিটের কাজও চলছে।

PG/PM/NS



(Release ID: 1852510) Visitor Counter : 158


Read this release in: English , Urdu , Hindi , Odia , Telugu