সংসদবিষয়কমন্ত্রক

১৮ জুলাই শুরু হওয়া সংসদের ২০২২এর বর্ষাকালীন অধিবেশন আজ থেকে অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়েছে

Posted On: 08 AUG 2022 7:00PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮  আগস্ট, ২০২২

 

সংসদে ১৮ জুলাই ২০২২এ শুরু হওয়া বর্ষাকালীন অধিবেশন ৮ আগস্ট সোমবার অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দেওয়া হয়েছে। ২২ দিনের সময়কালে এই অধিবেশন বসেছে ১৬ বার। ১৮ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত এই অধিবেশনের ১৮ বার বসার কর্মসূচি নির্দিষ্ট হয়েছিল। দু-দিনের সরকারি ছুটি এবং সংসদের আগামী ছুটিগুলির দিকে তাকিয়ে এবং সরকারের কাজকর্ম এবং সদস্যদের দাবিসমূহ মিটে যাওয়ায় অধিবেশনের সময়কাল সঙ্কুচিত করা হয়। এই অধিবেশনকালে ৬টি বিল লোকসভায় আনা হয়। ৭টি বিল লোকসভা পাশ করেছে। ৫টি বিল রাজ্যসভা পাশ করেছে এবং ১টি বিল লোকসভার অনুমতি নিয়ে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। উভয় সভা এই অধিবেশনে ৫টি বিল পাশ করেছে। যেসব গুরুত্বপূর্ণ বিলগুলি এই অধিবেশনে পাশ হয়েছে সেগুলো হল,

  • পরিবার আদালত সংশোধন বিল ২০২২- এই বিলে মূল আইনকে সংশোধন করে ২০১৯এর ১৫ ফেব্রুয়ারি থেকে হিমাচলপ্রদেশে এবং ২০০৮এর ১২ সেপ্টেম্বর থেকে নাগাল্যান্ডে পরিবার আদালত স্থাপনের সংস্থান রাখা হয়েছে এবং ৩এ একটি নতুন বিভাগ সংযোজিত হয়েছে যাতে করে হিমাচলপ্রদেশ ও নাগাল্যান্ড সরকার মূল যে আইন এনেছিল ওই সময় থেকে যাতে তা কার্যকরী হয়।
  • বিধ্বংসীকারী অস্ত্র এবং তাদের সরবরাহ ব্যবস্থা (বেআইনী কার্যকলাপ নিষিদ্ধ) সংশোধন  বিল ২০২২- এতে ক) বিধ্বংসী অস্ত্র এবং তাদের সরবরাহ অর্থ বিনিয়োগ সংক্রান্ত কার্যকলাপ নিষিদ্ধ। খ) কেন্দ্রীয় সরকারকে অধিকার দেওয়া হয়েছে ১) এরসঙ্গে যুক্ত তহবিল বা আর্থিক সম্পদ অথবা এই জাতীয় কাজে অর্থ বিনিয়োগ সংক্রান্ত যে কোনো রকম আর্থিক সূত্রকে প্রতিরোধ করতে তহবিল আটক বা ফ্রিজ করার। ২) এই জাতীয় বিধ্বংসীকারী অস্ত্র সম্পর্কিত কোনোরকম নিষিদ্ধ কাজকর্ম এবং তাদের সরবরাহে অর্থনৈতিক যেসব সূত্র যুক্ত রয়েছে এছাড়া লভ্য তহবিল বা অন্য কোন আর্থিক সম্পদ নিষিদ্ধ করা।
  • ভারত-আন্টার্টিকা বিল ২০২২- এই বিলে আন্টার্টিকার পরিবেশ এবং ওখানকার ওপর নির্ভরশীল ইকো সিস্টেমকে রক্ষা করতে জাতীয় স্তরে ব্যবস্থা গ্রহনে সংস্থান রাখা হয়েছে যাতে আন্টার্টিকার সামুদ্রিক জীবিত সম্পদ রক্ষায় আন্টার্টিকা চুক্তি সহ সংশ্লিষ্ট বিষয়ে পরিবেশ রক্ষা সংক্রান্ত প্রোটোকল যাতে কার্যকর করা যায়।
  • জাতীয় ডোপিং বিরোধী বিল ২০২১- ক্রীড়া ক্ষেত্রে ডোপিং বিরোধী ব্যবস্থা নিতে জাতীয় ডোপিং বিরোধী সংস্থা গড়ে তোলা যাতে করে রাষ্ট্রসংঘের শিক্ষা সংক্রান্ত বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থাগুলির মতো ক্রীড়া ক্ষেত্রে ডোপিং-এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তা সক্রিয় ভূমিকা নিতে পারে।
  • কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সমূহ সংশোধন আইন ২০২২- এই বিলে সংস্থান রাখা হয়েছে ২০০৯এর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আইনে সংশোধন করে যাতে তাকে গতিশক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা যায়।
  • যেসব বিলগুলি লোকসভায় পেশ হয়েছে এবং পাশ হয়েছে, রাজ্যসভায় যেসব বিলগুলি পাশ হয়েছে এবং উভয় সভাতেই যে বিলগুলি পাশ হয়েছে বিবরণ সূচিতে তা যুক্ত করা হয়েছে।

৫) অল্প সময়ের আলোচনা-

  • মূল্যবৃদ্ধি নিয়ে ১৯৩ ধারায় লোকসভায় একটা স্বল্প সময়ের আলোচনা হয়েছে।
  • ভারতে ক্রীড়া ক্ষেত্রের প্রসার এবং এক্ষেত্রে সরকারের গৃহিত ব্যবস্থা নিয়ে ২০২২এর ৩১ মার্চ গৌরব গগৈ-এর প্রস্তাব নিয়ে যে আলোচনা হয় তা অমীমাংসিত থেকে গেছে।
  • অত্যাবশ্যক পণ্য সমূহের মূল্যবৃদ্ধি নিয়ে ১৭৬ নম্বর ধারায় রাজ্যসভায় স্বল্প সময়ের একটি আলোচনা হয়। এই অধিবেশনে লোকসভা প্রায় ৪৮ শতাংশ এবং রাজ্য সভা প্রায় ৪৪ শতাংশ ফলদায়ী হয়েছে। আইন প্রনয়ণ সংক্রান্ত যে সমস্ত কার্যক্রম সপ্তদশ লোকসভার নবম অধিবেশন এবং রাজ্যসভার ২৫৭-তম অধিবেশনে (বর্ষাকালীন অধিবেশন) যেসব আইন প্রণয়ন সংক্রান্ত যেসব কার্যকলাপ হয়েছে-

১) লোকসভায় পেশ হওয়া বিলগুলি হল পরিবার আদালত (সংশোধন) বিল ২০২২, ২) কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সমূহ (সংশোধন) বিল ২০২২, ৩) শক্তি সংরক্ষণ (সংশোধন) বিল ২০২২, ৪) নতুনদিল্লি আন্তর্জাতিক আরবিট্রেশন সেন্টার (সংশোধন) বিল ২০২২, ৫) প্রতিযোগিতা (সংশোধন) বিল ২০০২, ৬) বিদ্যুৎ (সংশোধন) বিল ২০০২।

লোকসভায় পাশ হওয়া বিলগুলি হল

  • ভারত-আন্টার্টিকা বিল ২০২২
  • পরিবার আদালত (সংশোধন) বিল ২০২২
  • জাতীয় ডোপিং বিরোধী বিল ২০২১
  • বন্যপ্রাণী (সংরক্ষণ) সংশোধন বিল ২০২১
  • কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সমূহ (সংশোধন) বিল ২০২২
  • শক্তি সংরক্ষণ (সংশোধন) বিল ২০২২
  • নতুনদিল্লি আন্তর্জাতিক আরবিট্রেশন সেন্টার (সংশোধন) বিল ২০২২

৩) রাজ্যসভায় পাশ হওয়া বিল সমূহ

  • বিধ্বংসী অস্ত্র এবং তাদের সরবরাহ ব্যবস্থা (বেআইনী কার্যকলাপ নিষিদ্ধকরণ) সংশোধন বিল ২০২২
  • ভারত-আন্টার্টিকা বিল ২০২২
  • জাতীয় ডোপিং বিরোধী বিল ২০২১
  • পরিবার আদালত সংশোধন বিল ২০২২
  • কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সমূহ (সংশোধন) বিল ২০২২

৪) উভয় সভায় যে বিলগুলি পাশ হয়েছে

  • বিধ্বংসী অস্ত্র এবং তাদের সরবরাহ ব্যবস্থা (বেআইনী কার্যকলাপ নিষিদ্ধকরণ) সংশোধন বিল ২০২২
  • ভারত-আন্টার্টিকা বিল ২০২২
  • জাতীয় ডোপিং বিরোধী বিল ২০২১
  • পরিবার আদালত সংশোধন বিল ২০২২    
  • কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সমূহ (সংশোধন) বিল ২০২২

৫) লোকসভায় যে বিলটি প্রত্যাহার করা হয়

  • ব্যক্তিগত ডেটা সংরক্ষণ বিল ২০১৯

 

PG/AB/NS



(Release ID: 1850276) Visitor Counter : 374