যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক
উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবস্থা
Posted On:
03 AUG 2022 3:22PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ অগাস্ট, ২০২২
ভারতনেট প্রকল্পের মাধ্যমে দেশের যে সব গ্রাম পঞ্চায়েত ইন্টারনেট পরিষেবার আওতাধীন ছিল না, সেখানে পর্যায়ক্রমে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তপশিলি জাতি ও উপজাতি অধ্যুষিত গ্রামও রয়েছে। ২৭ জুলাই পর্যন্ত প্রাপ্ত হিসাব অনুযায়ী, ১,৭৮,০৪৪টি গ্রাম পঞ্চায়েতে ভারতনেট প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। ইউনিভার্সাল সার্ভিস অবলিগেশন ফান্ডের অর্থানুকূল্যে উত্তর-পূর্বাঞ্চল, উগ্র বামপন্থা অধ্যুষিত অঞ্চল এবং দ্বীপভূমিতে এই পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই তহবিল থেকে ইতোমধ্যে ৪,৩৩০টি মোবাইল টাওয়ার বসানো হয়েছে।
যেসব গ্রাম এখনও ফোর-জি মোবাইল পরিষেবার আওতায় আসেনি, সেখানে ২৬,৩১৬ কোটি টাকা ব্যয়ে সংশ্লিষ্ট পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ২৭ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত ও দুর্গম ২৪,৬৮০টি গ্রামে ফোর-জি মোবাইল পরিষেবা পৌঁছে দেওয়া হবে। এছাড়াও, টু-জি বা থ্রি-জি পরিষেবার আওতায় থাকা ৬,২৭৯টি গ্রামে মোবাইল পরিষেবাকে ফোর-জি পরিষেবায় উন্নীত করা হবে।
লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন যোগাযোগ প্রতিমন্ত্রী শ্রী দেবুসিং চৌহান।
PG/CB/SB
(Release ID: 1847995)
Visitor Counter : 120