সহযোগ মন্ত্রক
azadi ka amrit mahotsav

সমবায় সংক্রান্ত জাতীয় নীতি

Posted On: 26 JUL 2022 5:25PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬  জুলাই, ২০২২

সমবায় সংক্রান্ত জাতীয় নীতি নির্ধারণের জন্য ১২ ও ১৩ এপ্রিল বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সমবায় সচিব উপস্থিত ছিলেন। সমবায় সংক্রান্ত বিভিন্ন আইনী পরিকাঠামো, নিয়মবিধি, নীতি নির্ধারণ এবং বাণিজ্যিক কাজে যে সমস্ত সমস্যা দেখা দেয় সেগুলি সমাধানের জন্য পন্থা-পদ্ধতি, নতুন ও সামাজিক সমবায় সংস্থা গড়ে তোলা, নিষ্ক্রিয় সমবায় প্রতিষ্ঠানগুলিকে সক্রিয় করা, বিভিন্ন সমবায় সংগঠনগুলির মধ্যে সহযোগিতা গড়ে তোলা এবং সমবায় প্রতিষ্ঠানগুলির সদস্য সংখ্যা বৃদ্ধি সহ নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

সমবায় নীতির খসড়া প্রসঙ্গে জনসাধারণ ও সমবায় ক্ষেত্রে যুক্ত বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। এই খসড়াটির বিষয়ে মতামত জানানোর জন্য নির্দিষ্ট ওয়েবসাইট ব্যবহার করতে হবে।

কেন্দ্র ভারতের সমবায় ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য যেসব ব্যবস্থা নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য :

২০২১-এর ২৫ অক্টোবর জারি করা বিজ্ঞপ্তি অনুসারে সমবায় সমিতি পরিচালিত চিনি কলগুলিকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। আখের মূল্য বৃদ্ধি পাওয়ায় চিনি কলগুলিকে অতিরিক্ত আয়ের জন্য কোনো কর দিতে হবে না।

বাজেটের ঘোষনা অনুযায়ী সরকার সমবায় সমিতিগুলির জন্য সারচার্জের পরিমান ১২ শতাংশ থেকে হ্রাস করে ৭ শতাংশ করেছে। যেসব সমবায় সমিতির মোট আয় ১ কোটি থেকে ১০ কোটি টাকার মধ্যে তারাই এই সুবিধা পাবে। সাধারণ সংস্থার সঙ্গে সমবায় সমিতিগুলির মধ্যে বাণিজ্যিক প্রতিযোগিতা বজায় রাখার জন্য সমবায় সমিতিগুলির ন্যূনতম বিকল্প করের হার ১৮.৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

তেশরা ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি অনুসারে অণু ও ক্ষুদ্র শিল্পোদ্যোগী সংস্থাকে ঋণ নিশ্চয়তা তহবিল, শহরাঞ্চলে তালিকা বর্হিভূত সমবায় ব্যাঙ্ক, জেলা স্তরের কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক সহ বিভিন্ন ঋণদাতা সংগঠনগুলি প্রয়োজনীয় আর্থিক সহায়তা করবে।

কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সমবায় সংস্থাগুলি জিইএম পোর্টালের মাধ্যমে তাদের পণ্য সামগ্রী কিনতে পারবে।

কেন্দ্রের অনুমোদনের প্রেক্ষিতে ৬৩ হাজার কৃষি ভিত্তিক ঋণদাতা সংস্থাকে ঋণ দেওয়ার জন্য প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

‘সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি’ প্রকল্পটি বাস্তবায়নের জন্য সমবায় ক্ষেত্রের ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।

লোকসভায় মঙ্গলবার এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ।

PG/CB/NS


(Release ID: 1845308) Visitor Counter : 383
Read this release in: English , Urdu , Marathi , Hindi