পরিবেশওঅরণ্যমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশের সমুদ্র সৈকতগুলির জন্য ব্লু ফ্ল্যাগ স্বীকৃতির মান বজায় রাখার উদ্যোগ

प्रविष्टि तिथि: 21 JUL 2022 2:41PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২১  জুলাই, ২০২২

কেন্দ্রীয় পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সুসংহত সমুদ্র সৈকত ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সমুদ্রতটকে দূষণমুক্ত করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট অঞ্চলে নজরদারি বাড়ানো এবং পরিবেশ সংক্রান্ত নানা তথ্য প্রচার করা হচ্ছে। নির্দিষ্ট কয়েকটি সমুদ্র সৈকত যাতে ব্লু ফ্ল্যাগ বিচ-এর স্বীকৃতি পায়, তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ৬টি রাজ্য ও ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে ১০টি সমুদ্র সৈকত আন্তর্জাতিক স্বীকৃতিটি লাভ করেছে। এর মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হ্যাভলক দ্বীপের রাধানগর এবং ওড়িশার পুরি জেলার গোল্ডেন বিচ উল্লেখযোগ্য।

ভূবিজ্ঞান মন্ত্রকের ন্যাশনাল সেন্টার ফর কোস্টাল রিসার্চের গবেষণায় দেখা গেছে দেশের পূর্ব ও পশ্চিম উপকূলে বিভিন্ন সমুদ্র সৈকতে যতো প্লাস্টিকের আবর্জনা জমা হয় তার ৪০ থেকে ৯৬ শতাংশই ফেলে যান সৈকতে ভ্রমণ করতে আসা পর্যটকরা।

রাজ্যসভায় আজ এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শ্রী অশ্বিনী কুমার চৌবে।

PG/CB/NS


(रिलीज़ आईडी: 1843534) आगंतुक पटल : 219
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Gujarati , Tamil