শিল্পওবাণিজ্যমন্ত্রক

পেপার ইমপোর্ট মনিটরিং সিস্টেম (পিআইএমএস) বলবৎ হবে ২০২২-এর ১ অক্টোবর থেকে; অনলাইন রেজিস্ট্রেশনের সুবিধা পাওয়া যাবে ২০২২-এর ১৫ জুলাই থেকে

Posted On: 12 JUL 2022 6:29PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ জুলাই, ২০২২

ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) পেপার ইমপোর্ট মনিটরিং সিস্টেম (পিআইএমএস) চালু করেছে। সংশোধন করা হয়েছে কাগজ সংক্রান্ত প্রধান প্রধান পণ্যের আমদানি নীতি। ২০২২-এর ১ অক্টোবর থেকে পিআইএমএস কার্যকর হবে। তবে, অনলাইন রেজিস্ট্রেশনের সুবিধা পাওয়া যাবে ২০২২-এর ১৫ জুলাই থেকেই।

নিউজপ্রিন্ট, হাতে তৈরি কাগজ, কোটেড কাগজ, আন-কোটেড কাগজ, লিথো এবং অফসেট কাগজ, টিস্যু কাগজ, টয়লেট কাগজ, কার্টন, লেবেল ইত্যাদির মতো ২০১টি কাগজজাত পণ্যের আমদানিতে পিআইএমএস কার্যকর হবে। কারেন্সি পেপার, ব্যাঙ্ক বন্ড, চেক পেপার, সিকিউরিটি প্রিন্টিং পেপার ইত্যাদি কাগজজাত পণ্যকে বাধ্যতামূলক নিবন্ধীকরণ থেকে ছাড় দেওয়া হয়েছে।

পিআইএমএস অনুযায়ী, আমদানিকারককে আমদানিকৃত পণ্য পৌঁছনোর সম্ভাব্য তারিখের ৭৫তম দিন আগে থেকে পঞ্চম দিনের মধ্যে ৫০০ টাকা জমা দিয়ে অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন নম্বর পেতে হবে। ঐ পঞ্জীকরণের মেয়াদ ৭৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। অনুমোদিত পরিমাণের জন্য রেজিস্ট্রেশনের মেয়াদের মধ্যে একই রেজিস্ট্রেশনে একাধিক বিল অফ এন্ট্রি–র অনুমোদন দেওয়া হবে।

এছাড়া, স্পেশাল ইকনমিক জোন / ফ্রি ট্রেডিং ওয়্যারহাউজিং জোন-এর কোনও একটি ইউনিট দ্বারা আমদানির স্থানে অথবা পিআইএমএস-এর অধীন শুধু রপ্তানি করে এমন প্রতিষ্ঠানের দ্বারা আমদানি করার সময়ে পিআইএমএস-এর অধীনে রেজিস্ট্রেশনের প্রয়োজন। তবে, ডোমেস্টিক টেরিটরি এরিয়ার কোনও প্রতিষ্ঠানের কাস্টমস থেকে পণ্য ছাড়ানোর সময় পিআইএমএস-এর অধীনে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।

ঘরোয়া কাগজ শিল্পের চাহিদাতেই পিআইএমএস চালু হল। এর উদ্দেশ্য, অন্যান্য শ্রেণীর কাগজজাত পণ্য আমদানি, আন্ডার ইনভয়েসিং-এর মাধ্যমে ঘরোয়া বাজারে কাগজজাত পণ্য মজুত করা, মিথ্যা ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ পণ্যের প্রবেশ, ব্যবসায়িক চুক্তি সত্ত্বেও অন্য দেশের মাধ্যমে পণ্য আনা ইত্যাদি প্রতিরোধ করা। এতে ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর উদ্যোগ’-এর আরও প্রসার ঘটবে।


PG/AP/DM



(Release ID: 1841479) Visitor Counter : 162


Read this release in: Telugu , English , Urdu , Hindi