বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
বিজ্ঞানীরা সার্স-কোভ-২কে কোষে প্রবেশ করতে বাধা দেওয়ার বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন, এর ফলে কমবে সংক্রমণের ক্ষমতা
Posted On:
13 JUL 2022 4:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ জুলাই, ২০২২
বিজ্ঞানীরা সার্স-কোভ-২কে কোষে প্রবেশ করতে বাধা দেওয়ার বিশেষ পদ্ধতি আবিষ্কার করেছেন। এটি কেবলমাত্র কোষে প্রবেশেই বাধা দেবে তা নয় সংক্রমণের ক্ষমতাও কমাবে। অ্যান্টিভাইরাল হিসেবে সার্স-কোভ-২এর মতো ভাইরাসের কার্যকারিতা কমাতে এ এক বিশেষ উদ্যোগ। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ডের সহায়তায় এই গবেষণাটি করা হয়।
বিজ্ঞানীরা মনে করেন এর ফলে করোনা সংক্রমণের ভাইরাল লোড কমবে, ফুসফুসের কোষগুলির ক্ষতিও কম হবে।
PG/PM/NS
(Release ID: 1841469)
Visitor Counter : 133