বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

ভারতের জাতীয় ইন্টারনেট এক্সচেঞ্জ--এন আই এক্স আই, পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকার ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবার মানোন্নয়নের জন্য দুর্গাপুর ও বর্ধমানে ইন্টারনেট এক্সচেঞ্জ চালু করছে

Posted On: 09 JUL 2022 4:45PM by PIB Kolkata

নয়াদিল্লী, ৯  জুলাই, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া দৃষ্টিভঙ্গীর সঙ্গে সঙ্গতি রেখে প্রত্যেক ভারতীয়কে উন্মুক্ত, নিরাপদ, বিশ্বস্ত কিন্তু কৈফিয়ত দিতে বাধ্য ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্র শেখর দুর্গাপুর ও বর্ধমানে দুটি নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট চালু করবেন। উপস্থিত থাকবেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার সাংসদ শ্রী এস এস আলুওয়ালিয়া। তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স মন্ত্রকের ১০০০ দিনের লক্ষ্যের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের জাতীয় ইন্টারনেট এক্সচেঞ্জ কলকাতায় রাজ্যের প্রথম ইন্টারনেট এক্সচেঞ্জটি চালায়। দুর্গাপুর ও বর্ধমানে দুটি নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ পয়েন্ট চালুর মাধ্যমে এর কাজের সম্প্রসারণ হবে। দুর্গাপুর সিটি সেন্টারের ‘দ্য সিটি রেসিডেন্সি’তে হবে এই উদ্বোধনী অনুষ্ঠান। রাজ্যে এই নতুন ইন্টারনেট এক্সচেঞ্জগুলি চালু হলে স্থানীয়ভাবে ও আশেপাশের এলাকায় ইন্টারনেট এবং ব্রডব্যান্ড পরিষেবার মানোন্নয়ন হবে। ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা এই পয়েন্টগুলির সঙ্গে যুক্ত হলে তাদের ব্রডব্যান্ড পরিষেবায় সুবিধা পাবেন এবং তাদের পরিষেবা ব্যবহারকারীদেরও জীবনযাত্রার মানোন্নয়ন হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বাস্তুতন্ত্র, ক্ষুদ্র মাঝারি ও অতিক্ষুদ্র শিল্প উদ্যোগ থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীরাও এই নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ থেকে উপকৃত হবেন। রাজ্যের ইন্টারনেট পরিষেবার মানোন্নয়নে সহায়ক হবে এই দুই নতুন ইন্টারনেট এক্সচেঞ্জ।

সারা দেশে ইন্টারনেট পরিষেবার মানোন্নয়নের জন্য জাতীয় ইন্টারনেট এক্সচেঞ্জ আগামীদিনে টু টিয়ার ও থ্রি টিয়ার শহরগুলিতে কম খরচে বেশি গতির ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য এ ধরনের ইন্টারনেট এক্সচেঞ্জ চালুর পরিকল্পনা নিয়েছে। টু টিয়ার ও থ্রি টিয়ার শহরগুলিতে ডিজিটাল পরিষেবার মানোন্নয়ন নরেন্দ্র মোদী সরকারের অন্যতম লক্ষ্য। প্রেস বিবৃতি প্রকাশ করে রাজীব চন্দ্র শেখর বলেন, ‘কেউ যেন পিছনে না পরে থাকে’ এই লক্ষ্যে ইন্টারনেট পরিষেবার ক্ষমতায়নে জোর দেওয়া হয়েছে।

এনআইএক্সআই সম্পর্কে

কোম্পানী আইন ২০১৩-র ৮ নম্বর ধারা অনুসারে এনআইএক্সআই একটি অ-লাভজনক সংস্থা। এটি ২০০৩-এর ১৯ জুন নথিভুক্ত করা হয়। দেশের মধ্যে পরিষেবার মান উন্নয়নের জন্য এটি চালু করা হয়েছে।

 

PG/PM/NS



(Release ID: 1840451) Visitor Counter : 229


Read this release in: English , Urdu , Hindi , Tamil