সংস্কৃতিমন্ত্রক

জাতীয় সৌধ কর্তৃপক্ষ ডঃ আম্বেদকরের সঙ্গে জড়িত দুটি স্থানকে জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করার সুপারিশ করেছে

Posted On: 08 JUL 2022 6:35PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ জুলাই, ২০২২
 
জাতীয় সৌধ কর্তৃপক্ষ – এনএমএ, ভারতীয় সংবিধানের জনক ও মহান সমাজ সংস্কারক ডঃ আম্বেদকরের সঙ্গে জড়িত দুটি জায়গাকে জাতীয় সৌধ হিসেবে ঘোষণা করার সুপারিশ করেছে। এনএমএ ভদোদরায় ‘সঙ্কল্প ভূমি বটগাছ’ চত্বরটিকে জাতীয় সৌধ স্মারকের মর্যাদা দেওয়ার সুপারিশ করে । এখানে ১৯১৭ সালের ২৩ সেপ্টেম্বর ডঃ আম্বেদকর অস্পৃশ্যতা দূরীকরণের জন্য প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন। ১০০ বছরেরও বেশি পুরনো এই জায়গাটির সমাজ সংস্কারে বিশেষ গুরুত্ব রয়েছে।
 
এনএমএ মহারাষ্ট্রের সাতারায় ডঃ আম্বেদকরের স্মৃতিবিজড়িত হাইস্কুলটিও  জাতীয় সৌধ হিসেবে ঘোষণার সুপারিশ করেছে । এখানে ডঃ ভীমরাও আম্বেদকর প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন।
 
স্কুলের রেজিস্টারে শিশু-ছাত্র ভীমরাও-এর মারাঠি ভাষায় স্বাক্ষর এখনও রয়েছে। জেলা পরিষদের আওতায় থাকা এই স্কুলটির এখন ভগ্নপ্রায় অবস্থা।
 
জাতীয় সৌধ কর্তৃপক্ষ সংস্কৃতি মন্ত্রকের কাছে এ বিষয়ে সুপারিশ করেছে। 
 
এনএমএ-এর চেয়ারম্যান শ্রী তরুণ বিজয় বলেন, সামাজিক সম্প্রীতি রক্ষায় এই ক্ষেত্রগুলির বিশেষ ভূমিকা রয়েছে। তাই, এগুলিকে জাতীয় স্মৃতিসৌধ হিসেবে সংরক্ষণ করা প্রয়োজন।
 
 
PG/PM/DM/


(Release ID: 1840448) Visitor Counter : 115


Read this release in: English , Urdu , Marathi , Hindi