স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ

Posted On: 06 JUL 2022 6:42PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৬ জুলাই, ২০২২

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ। ডঃ মুখার্জীকে শ্রদ্ধা জানিয়ে এক ট্যুইট বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, “এক সময় জম্মু ও কাশ্মীরে প্রবেশ করতে পারমিট লাগতো। ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী তাঁর জীবন উৎসর্গ করেছিলেন ‘এক দেশ, এক সংবিধান, এক পতাকা’র জন্য, কাশ্মীরে পারমিটরাজের অবসান ঘটিয়ে তাকে ভারতে একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে গড়ে তুলে। ডঃ মুখার্জীর এই সংগ্রাম ও আত্মত্যাগের জন্য আমরা চিরকাল ঋণী থাকবো।

শ্রী অমিত শাহ বলেন, ডঃ মুখার্জী ছিলেন একজন অভিনব চিন্তাবিদ। তিনি বিশ্বাস করতেন, ক্ষমতার মৌলিক উদ্দেশ্য শাসন করার জন্য নয়, দেশ গঠনের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য। ভারতের প্রকৃত সংস্কৃতি অনুসরণ করে তাঁর সাংস্কৃতিক জাতীয়তাবাদের দর্শন এবং নীটি প্রণয়নের ভাবনা আমাদের সবসময় দিক-নির্দেশ করবে”।

PG/AP/SB


(Release ID: 1839905) Visitor Counter : 186


Read this release in: English , Urdu , Marathi