বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক

থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে এন৯৫ মাস্ক তৈরি করা হয়েছে

Posted On: 27 JUN 2022 5:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৭ জুন, ২০২২

 

গবেষকরা থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে বারবার ব্যবহারযোগ্য, ধোয়া যায়, গন্ধ হয় না, অ্যালার্জি হয় না এমন এন-৯৫ মাস্ক তৈরি করেছেন। চার স্তরের এই মাস্কটির বাইরের আবরণ সিলিকনের তৈরি যা ব্যবহারের ওপর ভিত্তি করে পাঁচ বছরেরও বেশি চলবে।

কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ ছাড়াও এই মাস্কটি বিভিন্ন শিল্পক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সিমেন্ট কারখানা, ইঁটভাটা, সুতোকল, রং কারখানা প্রভৃতির মতো খুব বেশি ধুলো হয় এমন শিল্পেও এই মাস্ক ব্যবহার করা যাবে। এই মাস্কের বাইরের স্তরটি ন্যানো-পার্টিকল দিয়ে তৈরি। দ্বিতীয় স্তরটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কণা শোষণকারী এইচইপিএ ফিল্টার দ্বারা নির্মিত, তৃতীয় পরতটি ১০০ মিউ মাইক্রন ক্ষমতাযুক্ত ফিল্টার আর চতুর্থ ও শেষ পরত হল জলীয় বাস্প রোধী ফিল্টার। সিলিকোসিস-এর মতো ফুসফুসের কঠিন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি। ‘ন্যানো ব্রেথ’ নামে একটি ট্রেডমার্ক ও পেটেন্ট এই মাস্কের জন্য জমা দেওয়া হয়েছে।

ডঃ অতুল ঠাকুর, ডঃ প্রীতি ঠাকুর, ডঃ লাকি কৃষ্ণিয়া এবং অধ্যাপক পি বি শর্মা, শ্রী দীনেশ কুমার, অধ্যাপক রাকেশ শ্রীবাস্তব যৌথভাবে এই মাস্কটি তৈরি করেছেন।

 

PG/PM/DM/



(Release ID: 1837674) Visitor Counter : 129