যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেভাডিয়ায় আগামীকাল থেকে শুরু হতে চলা দু’দিনের জাতীয় স্তরের সম্মেলনে শ্রী অনুরাগ সিং ঠাকুর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন

प्रविष्टि तिथि: 23 JUN 2022 6:58PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩  জুন, ২০২২

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর কেভাডিয়ায় আগামীকাল থেকে শুরু হতে চলা দুদিনের জাতীয় স্তরের সম্মেলনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন। এই উপলক্ষ্যে শ্রী ঠাকুর উদ্বোধনী অনুষ্ঠানে মূল ভাষণ দেবেন।

সম্মেলনের প্রাক্কালে শ্রী ঠাকুর বলেছেন, কেভাডিয়ায় স্ট্যাচু অফ ইউনিটি শুধু ভারতেই নয়, বরং সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে। এই স্ট্যাচু বা মূর্তি বৈচিত্র্যের মধ্যে একতার প্রতীক। দুদিনের এই সম্মেলনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও সচিবরা খেলাধুলার উন্নয়নে কিভাবে সঠিক পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করবেন, যাতে খেলোয়াড়রা আরও ভালো ক্রীড়া নৈপুন্যের নিদর্শন রেখে দেশকে গৌরবান্বিত করতে পারেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ক্রীড়া ক্ষেত্রে সামনে থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন। এমনকি খেলোড়াদেরও সবরকম সহায়তা দেওয়া হচ্ছে। এরফলে ক্রীড়াবিদদের মানসিকতা আরও সুদৃঢ় হয়েছে।

সম্মেলনে খেলার মাঠগুলির জিও ট্যাগিং, রাজ্যে প্রশিক্ষণ কেন্দ্র/ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা, প্রতিভা অন্বেষণ ও তাদের ক্রীড়া নৈপুন্যের মানোন্নয়ন, মহিলাদের জন্য খেলাধুলার প্রসার, আদিবাসী ও গ্রামাঞ্চলে খেলাধুলার বিস্তার, মাদক সম্পর্কে সচেতনতা গড়ে তোলার পাশাপাশি খেলো ইন্ডিয়া কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। এছাড়াও সাম্প্রতিক সময়ে দেশে ক্রীড়া ক্ষেত্রে সার্বিক মানোন্নয়নের একটি বিস্তারিত বিবরণও সম্মেলনে পেশ করা হবে। দ্বিতীয় দিনে যুব বিষয়ক দপ্তরের বিভিন্ন কর্মসূচির ভবিষ্য রূপরেখা নিয়ে আলোচনা হবে।

PG/BD/NS


(रिलीज़ आईडी: 1836785) आगंतुक पटल : 166
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Gujarati