স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৯৫ কোটি ৬৭ লক্ষ ছাড়িয়েছে
১২-১৪ বছর বয়সীদের ৩ কোটি ৫৪ লক্ষের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৫৮ হাজার ২১৫
দেশে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২১৩ জন নতুন করে আক্রান্ত হয়েছেন
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৬৫ শতাংশ
সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ২.৩৮ শতাংশ
Posted On:
16 JUN 2022 9:46AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৬ জুন, ২০২২
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৯৫ কোটি ৬৭ লক্ষ ৩৭ হাজার ১৪ ছাড়িয়েছে। ১২-১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬-ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত ঐ বয়সের ছেলেমেয়েদের ৩ কোটি ৫৪ লক্ষ ৩৮ হাজার ১৬৮ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একইভাবে ১৮-৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ টিকার সতর্কতামূলক ডোজ দেওয়া শুরু হয় গত ১০-ই এপ্রিল থেকে।
আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ-
স্বাস্থ্যকর্মী
|
প্রথম ডোজ
|
১,০৪,০৮,০১১
|
দ্বিতীয় ডোজ
|
১,০০,৫৩,০৬৩
|
সতর্কতামূলক ডোজ
|
৫৪,৬৫,৫৬২
|
১২-১৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৩,৫৪,৩৮,১৬৮
|
দ্বিতীয় ডোজ
|
২,০২,৪৪,০২৮
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫,৯৯,৭৬,০৯১
|
দ্বিতীয় ডোজ
|
৪,৭৩,৫০,৬৩৭
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
|
৫৫,৭৭,৬৪,০০৬
|
দ্বিতীয় ডোজ
|
৪৯,৬৩,৯৬,৩৩৫
|
সতর্কতামূলক ডোজ
|
১৭,২৩,৩২১
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
|
১২,৭১,৮৬,৭৪৯
|
দ্বিতীয় ডোজ
|
১২,০০,৫১,৮৭৯
|
সতর্কতামূলক ডোজ
|
২,১৬,৩৬,৭৪১
|
মোট
|
১,৯৫,৬৭,৩৭,০১৪
|
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৫৮ হাজার ২১৫ যা মোট আক্রান্তের ০.১৩ শতাংশ।
জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৬৫ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৬২৪ জন। সব মিলিয়ে মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪ কোটি ২৬ লক্ষ ৭৪ হাজার ৭১২।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন।
দেশে সাপ্তাহিক ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ২.৩৮ শতাংশ এবং দৈনিক আক্রান্তের হার ২.৩৫ শতাংশ।
PG/BD/NS
(Release ID: 1834595)
Visitor Counter : 186