অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন গোয়ায় শুল্ক বিভাগ ও জিএসটি-র জাতীয় সংগ্রহালয় 'ধরোহর' জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন

Posted On: 11 JUN 2022 4:51PM by PIB Kolkata
পানাজি /মুম্বাই,  ১১ জুন,  ২০২২
 
কেন্দ্রীয় অর্থমন্ত্রক আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ৬-১২ জুন পর্যন্ত আইকনিক সপ্তাহ উদযাপন করছে। এই উপলক্ষে আজ গোয়ায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন শুল্ক বিভাগ ও জিএসটি-র জাতীয় সংগ্রহালয় 'ধরোহর' জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী এক অভিনব কর্মসূচিতে অংশ নেন। তিনি ঐতিহ্যবাহী যে ভবনটিতে এই সংগ্রহালয়টি গড়ে তোলা হয়েছে, সেখানে রাখা একটি পাথর থেকে বালি সরিয়ে সংগ্রহালয়টি সেটি জাতির উদ্দেশে উৎসর্গ করেন। পানাজিতে মান্ডোভি নদীর তীরে ব্লু বিল্ডিং নামে পরিচিত দ্বিতল বিশিষ্ট ভবনটি ৪০০ বছর পার করেছে। এই ভবনেই সংগ্রহালয়টি গড়ে তোলা হয়েছে। 
 
এই অনুষ্ঠানে বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী পঙ্কজ চৌধুরী এবং গোয়ার পর্যটন ও পঞ্চায়েত মন্ত্রী শ্রী মউভিন গোদিনহো প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
'ধরোহর' দেশে প্রথম এধরণের সংগ্রহালয়, যেখানে ভারতীয় শুল্ক দপ্তরের বাজেয়াপ্ত করা বিভিন্ন নিদর্শনের পাশাপাশি বিভাগের আধিকারিকরা দেশের অর্থব্যবস্থার সুরক্ষায় যেসমস্ত উল্লেখযোগ্য কাজ করেছেন, তার কিছু নিদর্শনও রাখা হয়েছে। সংগ্রহালয়টিতে ৮টি গ্যালারি রয়েছে, যেখানে শিল্প ও ঐতিহ্যের নিদর্শন, পরোক্ষ কর ব্যবস্থার যাত্রাপথ এবং জিএসটি সম্পর্কিত বিভিন্ন নথিপত্র রাখা হয়েছে। এছাড়াও চোরাচালানকারীদের সঙ্গে শুল্ক দপ্তরের আধিকারিকদের সংঘাতের নানা কাহিনী সংগ্রহালয়টিতে তুলে ধরা হয়েছে। শুল্ক দপ্তরের কাজকর্ম ও সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন, চ্যালেঞ্জ মোকাবিলার পদ্ধতি প্রভৃতি সম্পর্কিত বিবরণ সংগ্রহালয়টিতে থাকছে। 
 
এই সংগ্রহালয়ে নতুন সংযোজন হয়েছে জিএসটি গ্যালারি। দুই দশক ধরে জিএসটি প্রণয়ন থেকে তার কার্যকর করার সুদীর্ঘ যাত্রাপথের নানা বিবরণ তুলে ধরা হয়েছে। এমনকি, ২০১৭-র পয়লা জুলাই জিএসটি কার্যকর হওয়ার সময় থেকে কালানুক্রমিক বিবরণ গ্যালারিতে সাজিয়ে তোলা হয়েছে। 
 
এই সংগ্রহালয়টির একটি ই-ক্যাটালগ তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন প্রাসঙ্গিক তথ্য লিপিবদ্ধ হয়েছে। ভারতের পর্যটন মানচিত্রে 'ধরোহর' সংগ্রহালয়টি আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন, যা গোয়ায় অন্যতম একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। 
 
 
CG/BD/AS/

(Release ID: 1833203) Visitor Counter : 163