স্বরাষ্ট্র মন্ত্রক

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টারের (ইন-স্পেস) উদ্বোধন করেছেন


কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

Posted On: 10 JUN 2022 6:58PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১০ জুন,  ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের আমেদাবাদে ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার (ইন-স্পেস)-এর সদর দপ্তরের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র প্যাটেল প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
এই স্পেস সেন্টারটির উদ্বোধন উপলক্ষে শ্রী শাহ বলেন, ভারত মহাকাশ ক্ষেত্রে এক বড় মাইলফলক অর্জন করেছে। ভারত এবং ইসরো মহাকাশ ক্ষেত্রে এখনও পর্যন্ত যে সাফল্য অর্জন করেছে তা দেশের কল্যাণে এসেছে। ইসরোর প্রয়াসে বেসরকারি সংস্থা ও স্টার্টআপগুলিকে যুক্ত করা হয়েছে, যাতে ভারত মহকাশ ক্ষেত্রে আরও কয়েক ধাপ অগ্রসর হতে পারে। দু-বছর আগে প্রধানমন্ত্রী এধরণের একটি কেন্দ্র গড়ে তোলার প্রয়াস নিয়েছিলেন। আজ তার উদ্বোধন হল। শুধু তাই নয়, এই কেন্দ্রটির মাধ্যমে ভারতীয় মহাকাশ ক্ষেত্র দেশীয় অর্থনীতিতে বড় ভূমিকা পালন করবে। 
 
শ্রী শাহ আরও বলেন, আমরা স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উদযাপন করতে চলেছি। কিন্তু ২০১৪-র পূর্বে শাসন ক্ষমতায় থাকা সরকারগুলি নীতি প্রণয়নের ক্ষেত্রে উদাসীনতা দেখিয়েছে। সাধারণ মানুষ, ভারতীয় বিজ্ঞানীমহল এবং সমাজকে বহু বিষয়ে উপেক্ষা করা হয়েছে। এই ক্ষেত্রগুলির জন্য অনুকূল নীতি না থাকায় সেগুলির পূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটেনি। অবশ্য, ২০১৪-তে প্রধানমন্ত্রী শ্রী মোদী দায়িত্ব গ্রহণের পর সরকার বহু ক্ষেত্রের জন্য উপযুক্ত নীতি গ্রহণ করে সেখানে বেসরকারি সংস্থার অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। মহাকাশ ক্ষেত্রও এরমধ্যে একটি। তিনি জানান, আয়ুষ্মান ভারতের সঙ্গে নতুন স্বাস্থ্য নীতির যোগসূত্র গড়ে তুলে ভারতকে বিশ্বের উৎপাদন হাবে পরিণত করার প্রয়াস শুরু হয়েছে। এছাড়াও স্টার্টআপ ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, উড়ান, পিএলআই কর্মসূচির মত একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে দেশের যুবারাও উন্নয়নের পথে অবদান রাখতে পারেন। আজ প্রধানমন্ত্রী যে ইন-স্পেস সদর দপ্তরটির উদ্বোধন করেছেন, তা মহাকাশ ক্ষেত্রে সম্ভাবনার পথ খুলে দেবে। 
 
শ্রী শাহ আরও বলেন, একবিংশ শতাব্দীর ভারত যে লক্ষ্যে এগিয়ে চলেছে এবং বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত সংস্কারমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তাতে দেশবাসীর সম্ভাবনার প্রতি প্রধানমন্ত্রীর অটল আস্থাই প্রতিফলিত হয়। শ্রী শাহ দৃঢ়তার সঙ্গে বলেন, সরকারের প্রয়াসগুলি মহাকাশ ক্ষেত্রে ভারতকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড় ভূমিকা নেবে। তিনি জানান, প্রধানমন্ত্রী শ্রী মোদী মানুষের কল্যাণে মহাকাশ ক্ষেত্র ও মহাকাশ প্রযুক্তিকে কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছেন। 
 
প্রধামন্ত্রী শ্রী মোদীর একটি বক্তব্য উদ্ধৃত করে শ্রী শাহ বলেন, মহাকাশ ক্ষেত্রে সরকারি বা বেসরকারি সংস্থা যাই হোক না কেন, মেধার প্রয়োগে কোন বিধি-নিষেধ থাকা উচিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেসরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত মেধাবী যুবারা যাতে উপযুক্ত মঞ্চ পান, তার জন্য অনুসন্ধানমূলক কাজকর্মকে একেবারে তৃণমূলস্তরে নিয়ে যেতে হবে। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1833165) Visitor Counter : 111


Read this release in: Urdu , English , Marathi