কেন্দ্রীয়মন্ত্রিসভা
কক্ষপথে থাকা ভারত সরকারের ১০টি কৃত্রিম উপগ্রহ মেসার্স নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডকে (এনএসআইএল) হস্তান্তরিত করার সিদ্ধান্ত অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
प्रविष्टि तिथि:
08 JUN 2022 4:44PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৮ জুন, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কক্ষপথে থাকা ভারত সরকারের ১০টি কৃত্রিম উপগ্রহ মেসার্স নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডকে (এনএসআইএল) হস্তান্তরিত করার সিদ্ধান্তটি অনুমোদিত হয়েছে। এনএসআইএল একটি রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা। মহাকাশ দপ্তর এর প্রশাসনিক কার্যভার নিয়ন্ত্রণ করে।
মন্ত্রিসভা এনএসআইএল-এর মূলধনের পরিমাণ ১ হাজার কোটি টাকা থেকে বৃদ্ধি করে ৭ হাজার ৫০০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।
১০টি কৃত্রিম উপগ্রহ এনএসআইএল-কে হস্তান্তরিত করার ফলে এই সংস্থার আর্থিক স্বশাসন নিশ্চিত হবে। এর মাধ্যমে সংস্থার মূলধনের পরিমাণ বাড়বে এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে। এছাড়াও অর্থনীতির অন্যান্য ক্ষেত্রেও মহাকাশে লব্ধ এই প্রযুক্তিকে কাজে লাগানো যাবে। মন্ত্রিসভার আজকের সিদ্ধান্তের ফলে মহাকাশ ক্ষেত্রে দেশের অর্থনৈতিক কর্মতৎপরতা বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক মহাকাশ বাজারে ভারতের অংশীদারিত্ব বাড়বে।
এনএসআইএল মহাকাশ সংক্রান্ত বিভিন্ন কর্মকান্ড বাণিজ্যিকভাবে পরিচালনা করবে এবং এই সংস্থা কৃত্রিম উপগ্রহের সব ধরণের দায়িত্বে থাকবে। এনএসআইএল পর্ষদ এখন থেকে বাজারের চাহিদা এবং আন্তর্জাতিক চাহিদা অনুসারে ট্রান্সপন্ডারের মূল্য নির্ধারণ করবে। এ ছাড়াও নির্ধারিত নীতি অনুসরণ করে এই সংস্থা বিভিন্ন পরিষেবা প্রদান করবে।
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1832483)
आगंतुक पटल : 201
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Gujarati
,
Tamil
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam