বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
টিআইএইচ-এর প্রয়াস গ্রামীণ মানুষের কাছে ও উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দিয়েছে
Posted On:
07 JUN 2022 2:21PM by PIB Kolkata
নতুন দিল্লি, ৭ জুন, ২০২২
গ্রামীণ ও স্বল্প সম্পদ নিয়ে পরিচালিত শহুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্মার্ট বোর্ড এবং ভিডিও স্বপ্ন হতে পারে । কিন্তু এই ধরণের স্বপ্ন তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার প্রত্যন্ত অঞ্চলে ৪৫০টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য সত্যি হয়েছে। তারা তাদের বিদ্যালয়ে বেশ কিছু সেরা মানের ডিজিটাল সম্পদ পেয়েছে । আর এটি সম্ভব হয়েছে আশা কানিনি-র সাহায্যে । এই অ্যাপ্লিকেশনের সাহায্যে যে কোন ভাষায় পড়ানো সম্ভব হয়েছে । পাশাপাশি পাঠ্যক্রমের ক্ষেত্রেও বিশেষ সুবিধা মিলেছে । এতে শিক্ষার্থীদের শ্রেণী কক্ষে পড়াশোনার অভিজ্ঞতার পাশাপাশি ডিজিটাল মাধ্যমে শিক্ষাগ্রহণ সম্ভব হয়েছে । আইআইটি মাদ্রাজে অবস্থিত ন্যাশনাল মিশন অন ইন্টার ডিসিপ্লিনারি সাইবার ফিজিক্যাল সিস্টেম-এর আওতায় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রবর্তক নামে একটি প্রযুক্তি উদ্ভাবনী হাব এবং জনগনের জন্য সেবা প্রতিষ্ঠান আশা চেন্নাই সুবিধা বঞ্চিতদের শিক্ষার জন্য কাজ করে থাকে । তারা তিরুভাল্লুর জেলায় পরীক্ষামূলকভাবে সমস্ত সরকারি বিদ্যালয়ে আশা কানিনি-অ্যাপ্লিকেশনের ব্যবহার ছড়িয়ে দিয়েছে ।
এই দুটি সংস্থা তিরুভাল্লুর জেলার সীথাঞ্জেরি এবং কানাকাম্মা চাথিরামে প্রবর্তক আশা গ্রামীণ প্রযুক্তি কেন্দ্র চালু করার জন্য হাত মিলিয়েছে । এতে কম্পিউটার বিজ্ঞান সাক্ষরতাকে প্রত্যন্ত সরকারি বিদ্যালয়ে পৌঁছে দেওয়া যাবে এবং গ্রামীণ এলাকায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সম্ভাবনার দিক খুঁজে বার করা সম্ভব হবে । আগামী দিনে তামিলনাড়ুতে আরও ২৫টি গ্রামীণ প্রযুক্তি কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে ।
পাশাপাশি অন্য ১১টি স্টার্টআপ উদ্যোক্তা সংস্থাগুলির সঙ্গে প্রবর্তক আই-এসটিএসি ডিবি- ইন্ডিয়ান স্পেস টেকনোলজিস অ্যান্ড অ্যাপ্লিকেশন কনসোর্টিয়াম ডিজাইন ব্যুরো মিশনের আওতায় ইঞ্জিনিয়ারিং এবং আরও জটিল প্রযুক্তিক্ষেত্রে একটি কনসর্টিয়াম চালু করেছে । মহাকাশ প্রযুক্তি ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে । এই কনসর্টিয়ামটি মহাকাশ যান তৈরির নকশা, উৎপাদন, স্যাটেলাইটের নকশা তৈরি, উৎক্ষেপণ, হার্ডওয়্যার এবং সফট্ওয়্যার ইত্যাদি বিষয় নিয়ে কাজ করবে ।
CG/SS/RAB
(Release ID: 1832054)
Visitor Counter : 109