তথ্যওসম্প্রচারমন্ত্রক
দূরদর্শন নিউজ কনক্লেভের সূচনায় শ্রী অনুরাগ ঠাকুর
Posted On:
03 JUN 2022 7:00PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৩ জুন, ২০২২
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর আজ সরকারের ৮ বছরে ডিডি নিউজ কনক্লেভের উদ্বোধন করেছেন। উদ্বোধনী পর্বে মন্ত্রীর সঙ্গে বিগত ৮ বছরে সরকারের গৃহীত কর্মকাণ্ডের নানান দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অর্থনীতি এবং দেশের বর্তমান অবস্থার উপর একাধিক প্রশ্ন উঠে আসে।
মন্ত্রী বলেন, সরকার দেশের প্রত্যন্ত প্রান্তে উন্নয়নের বীজ বপন করতে সক্ষম হয়েছে। দারিদ্রসীমার উপরে আনা হয়েছে বহু মানুষকে। এ এক ঐতিহাসিক সাফল্য। গত ৮ বছরে এই সাফল্য অর্জন করেছে সরকার। শ্রী ঠাকুর জানান, সরকার গত ৮ বছরে যে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে, বিগত কয়েক দশকে তা সম্ভব হয়নি।
শ্রী ঠাকুর আরও বলেন, ১২ কোটিরও বেশি শৌচালয়, ৩ কোটিরও বেশি গৃহ নির্মাণ করা হয়েছে। মাত্র ৩ বছরে ৪৫ শতাংশ ঘরে নলবাহিত জল সংযোগ দেওয়া হয়েছে। ৯ কোটিরও বেশি রান্নাঘরে রান্নার গ্যাস সংযোগ পৌঁছে গেছে। সমস্ত গ্রাম ও বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মতো সরকারের একাধিক সাফল্যের দিক তুলে ধরেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, দেশের দরিদ্র মানুষের জন্য ‘আচ্ছে দিন’ নিয়ে এসেছে সরকার। সুশাসনের নতুন মানদণ্ড প্রতিষ্ঠা করেছে এই সরকার। তিনি সরকারের সামগ্রিক কর্মক্ষমতা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে জানান, ৬০ বছরের চেয়ে ৮ বছর অনেক ভালো।
শ্রী ঠাকুর আরও বলেন, ধনী-গরিবের বৈষম্য কমেছে। ২ বছরের মধ্যে ৪৫ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। আজ ভারতে বিএইচআইএম ইউপিআই-এর মাধ্যমে প্রতি মাসে লেনদেনের পরিমান ৪ বিলিয়ন ছাড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বোতাম টিপে ১২ কোটি কৃষকের অ্যাকাউন্টে ২১ হাজার কোটি টাকা হস্তান্তর করেছেন। জনধন-আধার-মোবাইল সংযুক্তি সুবিধাভোগীদের প্রকল্পের লাভ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মধ্যস্থতাভোগীদের দুর্নীতির ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। এতে করদাতাদের ২ লক্ষ কোটি টাকার বেশি অর্থ সাশ্রয় হয়েছে।
মুদ্রাস্ফীতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, গত ২ বছরে বিশ্ব একাধিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটেছে। অপরিশোধিত তেলের দাম নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে এবং এই সঙ্কটকে আরও জটিল করে তুলেছে। এই কঠিন সময়ে অন্য দেশের উপর নির্ভরতা দূর করার জন্য মোদী সরকার ভারতকে আত্মনির্ভর করার সিদ্ধান্ত নিয়েছে বলেও তিনি জানান। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারত ১০ লক্ষ পিপিই কিট তৈরি শুরু করেছে। কোভিড মহামারীর শুরুতে এই ব্যবস্থা ছিল না। ভারত এখন দেশীয়ভাবে তৈরি ওষুধ এবং পরবর্তীতে টিকা বন্টনের ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। মহামারীর ধাক্কা সত্ত্বেও ভারত বিশ্বের সবচেয়ে দ্রুত ক্রমবর্ধমান অর্থনীতির দেশ হয়ে উঠেছে বলেও মন্ত্রী জানান।
কোভিডের জেরে মৃত্যুর পরিসংখ্যানের কম তথ্য দেওয়ার অভিযোগ খণ্ডন করে মন্ত্রী বলেন, রাজ্যগুলি এক্ষেত্রে যে পরিসংখ্যান দিয়েছে তাই প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার। বিশ্বে ভারতের বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী জানান, আজ ভারতীয়রা গর্ব করে বলতে পারেন যে, গত ৮ বছরে এই সরকার কালিমামুক্ত। স্টার্ট-আপের ক্ষেত্রে কৃতিত্বের কথা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নীতির কারণেই ভারত এক্ষেত্রে অগ্রগতি লাভ করেছে। স্টার্ট-আপ দেশগুলির মধ্যে ভারত প্রথম তিনে জায়গা করে নিয়েছে। মন্ত্রী আরও বলেন, শুধুমাত্র ভারতেই ৫০টি স্টার্ট-আপ কোভিড মহামারীর সময় ইউনিকর্নে পরিণত হয়েছে। সরকার জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপ নিয়েছে। সীমান্তের ওপার থেকে চলা সোশ্যাল মিডিয়ার প্রোপাগান্ডা চ্যানেলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
CG/SS/SKD/
(Release ID: 1831163)
Visitor Counter : 131