উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
ভারত ও সেনেগালের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, যুব বিষয়ক সহযোগিতা এবং কর্মকর্তাদের জন্য ভিসামুক্ত ব্যবস্থার তিনটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে
ভারত তার উন্নয়নের পথে সেনেগালের মতো একটি দেশের অংশীদার হতে প্রতিশ্রুতিবদ্ধ- উপরাষ্ট্রপতি
শ্রী নাইডু সেনেগালের রাষ্ট্রপতির সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করেছেন
Posted On:
02 JUN 2022 2:08PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০২ জুন, ২০২২
ত্রিদেশীয় সফররত ভারতের উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু গতকাল সেনেগালে গিয়ে পৌঁছেছেন। সেখানকার ডাকার বিমানবন্দরে সেনেগালের পক্ষ থেকে সেখানকার বিদেশমন্ত্রী মিসেস আয়েশাটা টাল সাল তাঁকে অভ্যর্থনা জানান। সেনেগালে ভারতের উপরাষ্ট্রপতির সফর এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন উভয় দেশ তাদের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর উদযাপন করছে।
রাজধানী শহর ডাকারে শ্রী নাইডুর নেতৃত্বে সেনেগালের রাষ্ট্রপতি মিস্টার ম্যাকি সালের সঙ্গে ভারতের এক প্রতিনিধি পর্যায়ের আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সেনেগালের আর্থসামাজিক উন্নয়নে ভারত তার প্রতিশ্রুতি সম্পর্কে আশ্বস্ত করেছে।
এই আলোচনা চলাকালীন ভারত বিভিন্ন ক্ষেত্রে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার জন্য সেনেগালের সঙ্গে তিনটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। প্রথম সমঝোতা চুক্তিটি কূটনৈতিক এবং সরকারি পর্যায়ে পাসপোর্টধারীদের জন্য ভিসামুক্ত ব্যবস্থার সাথে সম্পর্কিত।
দ্বিতীয় চুক্তিটি ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে দু'দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় পুনর্নবীকরণ সম্পর্কিত। এর ফলে দু'দেশের মধ্যে যোগাযোগ আরও শক্তিশালী হবে।
তৃতীয় সমঝোতা চুক্তিতে যুব বিষয়ক দ্বিপাক্ষিক সহযোগিতার কথা বলা হয়েছে। ভারত এবং সেনেগাল উভয় দেশের মধ্যে তুলনামূলকভাবে তরুণ জনসংখ্যা বেশি রয়েছে বলে স্বীকার করা হয়েছে। সেক্ষেত্রে তথ্য, জ্ঞানের আদান- প্রদানের মাধ্যমে দু দেশের তরুণ সমাজ উপকৃত হবে।
করোনা জনিত অতিমারি সত্ত্বেও বিগত এক বছরে ভারত ও সেনেগালের মধ্যে বাণিজ্য ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে বলে উপরাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। তিনি আমাদের বাণিজ্যকে আরও বৈচিত্র্যময় করার জন্য আহ্বান জানান। বিশেষত, কৃষি, তেল ও গ্যাস, স্বাস্থ্য, রেলপথ, খনি, প্রতিরক্ষা, সবুজ শক্তি প্রভৃতি খাতে।
সেনেগাল থেকে ভারতে সারের গুরুত্বপূর্ণ উপাদান ও ফসফেটের বিশাল আমদানির কথা উল্লেখ করে উপরাষ্ট্রপতি উল্লেখ করেন যে, ভারতীয় কোম্পানি গুলি এক্ষেত্রে তাদের দক্ষতা প্রকাশ করতে পারে।
আন্তর্জাতিক সৌরজগতের সদস্য হওয়ার জন্য উপরাষ্ট্রপতি সে নিকালকে ধন্যবাদ জানিয়েছেন।
CG/ SB
(Release ID: 1830730)
Visitor Counter : 194