তথ্যওসম্প্রচারমন্ত্রক

বাংলা ছবি ছাড়া চলচ্চিত্র উৎসব? এটা কি আদৌ সম্ভব?

Posted On: 31 MAY 2022 6:28PM by PIB Kolkata
মুম্বাই, ৩১শে মে, ২০২২
 
চলচ্চিত্রের নিরিখে বাংলা রত্নগর্ভা। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃনাল সেন –এর মতো কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক বাংলায় তাদের অনন্য সৃষ্টির নিদর্শন রেখে গেছেন। দুই বাংলার চলচ্চিত্র পরিচালকরা অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের চলচ্চিত্র নির্দেশকরা নানা কাজে তাদের প্রতিভার নিদর্শন রেখে গেছেন। সপ্তদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এমআইএফএফ) দুই বাংলার ছবি প্রদর্শনের ব্যবস্থা করেছে।
 
এই চলচ্চিত্র উৎসবে বাংলা তথ্যচিত্র, স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং অ্যানিমেশন ফিল্ম জায়গা করে নিয়েছে। ২০২২ –এর এমআইএফএফ বাংলার দুই কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক চিদানন্দ দাসগুপ্ত ও বুদ্ধদেব দাসগুপ্তকে শ্রদ্ধা জানাচ্ছে। এদের ছবি  ছাড়াও এই উৎসবে বেশ কিছু বাংলা ছবি প্রদর্শিত হচ্ছে। প্রতিযোগিতা এবং সিনেমার কাজ শেষ না হওয়ার মত বিভাগের পাশাপাশি  প্রত্যেক ছবির জন্য আলাদা প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে।
 
২০২২ –এর এমআইএফএফ –এ যে সব  বাংলা সিনেমা প্রদর্শিত হচ্ছে  – 
 
জাতীয় স্তরের প্রতিযোগিতা (তথ্যচিত্র) 
 
অ্যান্ড অড টু কো্যায়েটুডে (নির্দেশনায় অশোক কুমার চট্টোপাধ্যায়।
 
অ্যানিমেশন ফিল্মের মধ্যে রাধা (বিমল পোদ্দার)  ও মেঘা (ঋষি ভৌমিক) স্থান পেয়েছে।
 
ন্যাশনাল প্রিজম (তথ্যচিত্র শাখায়) বিজয় চৌধুরী নির্দেশিত মাইসন অ্যান্ড হিজ গ্র্যান্ড ফাদার।
 
বিশেষ চলচ্চিত্র বিভাগে সত্যজিৎ রায়ের ‘সুকুমার রায়’কে নিয়ে যে ফিল্ম তৈরি করেন, সেটি প্রদর্শিত হয়েছে। 
 
জাতীয় স্তরের চিদানন্দ দাসগুপ্তের দুটি ছবি – পোট্রেট অফ অ্যা সিটি এবং বিরজু মহারাজ –কে নিয়ে যে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন, সেগুলি সকলের নজর কেড়েছে। 
 
বিশেষ চলচ্চিত্র বিভাগে  আই এম বনি, অ্যা ভেরি ওল্ড ম্যান উইথ এনরমাস উইংস, লাদাখ চলে রিক্সাওয়ালা বিশেষ স্থান পেয়েছে। 
 
ছাত্রছাত্রীদের তৈরি চলচ্চিত্রের মধ্যে ঋত্বিক সাহা নির্দেশিত ইনসাইট দ্য বেলি ছবিটি উল্লেখযোগ্য। 
 
এমআইএফএফ-এ , এবছরের “কান্ট্রি অফ ফোকাস” বাংলাদেশ।   শ্রী যোগেশ দত্তের ওপর নির্মিত চলচ্চিত্রটি বিশেষ আকর্ষণের কেন্দ্র বিন্দুতে পৌঁছেছে। একসময় শ্রী দত্ত বাংলাদেশ থেকে কপর্দক শূন্য অবস্থায় ভারতে এসেছিলেন। তার পর তিনি তার নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে আজ মাইম –এর জগতে তিনি পথপ্রদর্শক ।
 
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সে দেশের বেশ কিছু ছবি প্রদর্শনিতে স্থান পেয়েছে।
 
এ বিষয়ে বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করুনঃ- https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1829014
 
বাংলাদেশের   রতন পালের  দো জাহান, পিপলু খানের “হাসিনা এক কন্যার গল্প”, সুমন দেলোয়ারের জোলো গেরিলা’৭১, দিলারা বেগম জলির জঠরলীনা, মকবুল চৌধুরীর “নট অ্যা পেনি, নট অ্যা গান”, মফিদুল হকের পরিচালিত কান পেতে রই, অমিতাভ রেজা চৌধুরীর নিঃশব্দতার শহর, হোমায়রা বিলকিসের বাগানিয়া, সুবর্ণা সেজুতি টুসির রিপলস, আবু শাহেদ ইমনের ছবি আড়াইমন স্বপ্ন এবং শবনম ফেরদৌসির জন্মসাথী ছবিটি প্রদর্শিত হবে। 
 
CG/CB/SFS


(Release ID: 1830300) Visitor Counter : 201


Read this release in: English , Urdu , Hindi