তথ্যওসম্প্রচারমন্ত্রক

প্যান ইন্ডিয়া এমআইএফএফ : ভারতে উদযাপনের এক অবিচ্ছেদ্য অঙ্গ

Posted On: 28 MAY 2022 2:06PM by PIB Kolkata
মুম্বাই, ২৮ মে, ২০২২
 
ভারত যেমন স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন করছে, তেমনই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশও উৎসবের মেজাজে রয়েছে। কারণ, তারা তাদের কষ্টার্জিত স্বাধীনতার সোনালী ৫০ বছর পূর্ণ করেছে। ১৭তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামীকাল থেকে শুরু হচ্ছে। এ বছর ‘কান্ট্রি অফ ফোকাস’ হিসাবে বাংলাদেশকে বেছে নেওয়া হয়েছে। এর মাধ্যমেই যথপোযুক্তভাবে বাংলাদেশের প্রতি শ্রদ্ধা জানানো হবে। 
 
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে এমআইএফএফ – এ ‘কান্ট্রি অফ ফোকাস’ হিসাবে বাংলাদেশের ১১টি চলচ্চিত্রের বিশেষ প্যাকেজ প্রদর্শিত হবে। এর মধ্যে অন্যতম হ’ল – পিপলু খান পরিচালিত ‘হাসিনা – এ ডটার্স টেল’। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইকনিক রাজনৈতিক ব্যক্তিত্বকে এই চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে।
 
‘কান্ট্রি অফ ফোকাস’ বিভাগের চলচ্চিত্রগুলি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি এবং স্বাধীনতার জন্য দেশবাসীর আত্মত্যাগের কাহিনী তুলে ধরবে। ‘নট এ পেনি নট এ গান’, ‘জলো গেরিলা’ – এর মতো চলচ্চিত্রগুলিতে ১৯৭১ সালের যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতালাভের কাহিনী উঠে এসেছে। পাশাপাশি, এই চলচ্চিত্রগুলি স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশী মানুষের বেদনা ও যন্ত্রণার  বিবরণ তুলে ধরেছে। দিলারা বেগম জলি পরিচালিত ‘জঠরলীনা’ চলচ্চিত্রে বাংলাদেশী লেখিকা রমা চৌধুরীর অসাধারণ জীবন এবং যুদ্ধের জেরে তাঁর উপর নেমে আসা অকথ্য যন্ত্রণার বিরুদ্ধে লড়াই উঠে এসেছে। মোফি দুল হক পরিচালিত ‘কান পেতে রই’ চলচ্চিত্রে গণিত অধ্যাপকের কঠোর পরীক্ষার একটি মর্মস্পর্শী দিক চিত্রায়ণ হয়েছে। যিনি ১৯৭১ সালের যুদ্ধে নৃশংসতার বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়েছিলেন। 
 
মধ্য-প্রাচ্য থেকে ফিরে আসা দেশের কর্মীদের দুর্দশার মতো সামাজিক সমস্যা নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলি, বাংলাদেশের নারীদের মুখোমুখী হওয়া সমস্যা-ভিত্তিক চলচ্চিত্রগুলিও ‘কান্ট্রি অফ ফোকাস’ বিভাগে স্থান পেয়েছে। ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস অফ ইন্ডিয়ার সহ-সভাপতি এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস (এশিয়া – প্যাসিফিক) – এর সচিব প্রেমেন্দ্র মজুমদার এই বিভাগের চলচ্চিত্রগুলি নির্বাচিত করেছেন। 
 
‘কান্ট্রি অফ ফোকাস’ বিভাগে যে চলচ্চিত্রগুলি স্থাপন পেয়েছে, সেগুলি হ’ল – 
 
১) নিঃশব্দতার শহর
পরিচালক : অমিতাভ রেজা চৌধুরী 
শৈলী : স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র
সময় : ১২ মিনিট
ভাষা : বাংলা
প্রদর্শনের তারিখ ও সময় : ৩১শে মে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
২) রিপ্পলস্
পরিচালক : সুবর্ণ সেঁজুটি টুশি
শৈলী : স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র
সময় : ৪৫ মিনিট
ভাষা : বাংলা
প্রদর্শনের তারিখ ও সময় : তেসরা জুন, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
৩) নট এ পেনি নট এ গান
পরিচালক : মকবুল চৌধুরী 
শৈলী : তথ্যচ্চিত্র
সময় : ৪০ মিনিট
ভাষা : বাংলা ও ইংরাজী
প্রদর্শনের তারিখ ও সময় : দোসরা জুন, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
৪) জঠোরলীনা
পরিচালক : দিলারা বেগম জলি  
শৈলী : জীবনীমূলক তথ্যচিত্র
সময় : ৪০ মিনিট
ভাষা : বাংলা
প্রদর্শনের তারিখ ও সময় : পয়লা জুন, দুপুর ৩টা ৪৫ মিনিট থেকে রাত ৫টা ৪৫ মিনিট পর্যন্ত
৫) হাসিনা: এ ডটার্স টেল
পরিচালক : পিললু আর খান 
শৈলী : তথ্যচ্চিত্র
সময় : ৭০ মিনিট
ভাষা : বাংলা
প্রদর্শনের তারিখ ও সময় : দোসরা জুন, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
৬) বাগানিয়া (স্মৃতির বাগান) 
পরিচালক : হুমাইরা বিলকিস 
শৈলী : তথ্যচিত্র 
সময় : ৫৫ মিনিট
ভাষা : বাংলা
প্রদর্শনের তারিখ ও সময় : ৩০শে মে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
৭) দোজাহান (তাদের গল্প তাদের সত্য)
পরিচালক : রতন পল 
শৈলী : ডকুফিকশন 
সময় : ৭৩ মিনিট ১০ সেকেন্ড
ভাষা : বাংলা
প্রদর্শনের তারিখ ও সময় : ৩১শে মে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
৮) জন্মসাথী 
পরিচালক : শবনম ফিরদৌসি
শৈলী : তথ্যচ্চিত্র
সময় : ৭২ মিনিট
ভাষা : বাংলা
প্রদর্শনের তারিখ ও সময় : পয়লা জুন, দুপুর ৩টা ৪৫ মিনিট থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত
৯) আড়াই মন স্বপ্ন
পরিচালক : আবু শাহেদ ইমন  
শৈলী : স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র
সময় : ৩৫ মিনিট
ভাষা : বাংলা
প্রদর্শনের তারিখ ও সময় : ৩০শে মে, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
১০) কান পেতে রই
পরিচালক : মফিদুল হক 
শৈলী : তথ্যচ্চিত্র
সময় : ৩৫ মিনিট
ভাষা : বাংলা
প্রদর্শনের তারিখ ও সময় : তেসরা জুন, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
১১) জলো গেরিলা
পরিচালক : সুমন দেলোয়ার
শৈলী : স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র
সময় : ৪৮ মিনিট
ভাষা : বাংলা
প্রদর্শনের তারিখ ও সময় : তেসরা জুন, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা
 
এমআইএফএফ ২০২২ – এ অনলাইন রেজিস্ট্রেশনের জন্য এই লিঙ্কে ক্লিক করুন - https://miff.in/delegate2022/?cat=ZGVsZWdhdGU= 
বিনামূল্যে শিক্ষার্থীরাও নাম নথিভুক্ত করতে পারেন https://miff.in/delegate2022/?cat=c3R1ZGVudF9kZWxlZ2F0ZQ== এই লিঙ্কে।
সংবাদমাধ্যমের রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুন এই লিঙ্কে - https://miff.in/delegate2022/?cat=bWVkaWE=
 
CG/SS/SB


(Release ID: 1829088) Visitor Counter : 129


Read this release in: English , Urdu , Hindi , Marathi