তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

আপনি কেন ১৭তম মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাবেন, তা আমাদের ট্যুইটার @PIB_India / @PIBMumbai –তে জানান

Posted On: 28 MAY 2022 12:04PM by PIB Kolkata
মুম্বাই, ২৮ মে, ২০২২
 
‘কে মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাবেন’? 
 
আপনাদের কারোর কোন বন্ধু,আপনার সহকর্মী বা আপনার অন্তরের অন্তঃস্থল থেকে এই প্রশ্নটি উঠে এসেছে? 
 
আপনি কেন ১৭তম এমআইএফএফ-তে চলচ্চিত্র দেখতে আসবেন, যখন আপনার কাছে একটি বোতামের ক্লিকে লক্ষ অন্য বিকল্প রয়েছে? 
 
তথ্যচিত্র কি বিরক্তিকর বা অ্যানিমেশন চলচ্চিত্র শুধুমাত্র শিশুদের জন্য?
 
আর না! মাত্র ৫ মিনিট সময় দিন এবং আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেতে ১৭তম এমআইএফএফ – এ আপনার জন্য কি উত্তর অপেক্ষা করছে, তা দেখুন।
 
এমআইএফএফ হ’ল সমস্ত বিষয়েই অসাধারণ। চলচ্চিত্র প্রেমী এব্বং শিল্পীদের জন্য অন্তরের প্রশান্তিদায়ক গল্পের সন্ধানের অন্যতম জায়গা হ’ল এমআইএফএফ। আপনি যদি সত্যিকরের ভালো চলচ্চিত্র নির্মাণের প্রশংসা করেন, তা হলে এমআইএফএফ – এ একটি দুর্দান্ত অভিজ্ঞতা নেওয়ার জন্য এগিয়ে আসুন। 
 
১৭তম এমআইএফএফ –তে বিনামূল্যে হাইব্রিড মোড রয়েছে। এই চলচ্চিত্র উৎসবে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে প্রায় ৪০০টি চলচ্চিত্র রয়েছে। তাই, বাড়িতে বসেই এই চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। অথবা, নতুন অভিজ্ঞতার জন্য দক্ষিণ মুম্বাইয়ে পেডার রোডে ফিল্ম ডিভিশন কমপ্লেক্সে আসতে পারেন। শিক্ষার্থী ও সংবাদ মাধ্যমের জন্য চলচ্চিত্র দেখার বিনামূল্যে ব্যবস্থা রয়েছে। অন্য যাঁরা ফিল্ম ডিভিশন পরিদর্শন করবেন, তাঁদের জন্য নামমাত্র ৩০০ টাকা রেজিস্ট্রেশন ফি থাকছে। রেজিস্ট্রেশনের লিঙ্কটি হ’ল https://miff.in/  
। সকলের জন্য বিনামূল্যে অনলাইন মোডে চলচ্চিত্র দেখার ব্যবস্থা থাকছে।
 
বিনোদন ও খাবারের বিষয়ে চিন্তা করবেন না। কারণ, উৎসব প্রাঙ্গণে আপনি তুঙ্গা, শালিমার, আমচি মুম্বাই, মেধা কিচেন, চেতন ফুড এবং কোকের সুদৃশ্য পানীয় স্টল থেকে খাবারের স্বাদ নিতে পারেন। তাই বলাই যায় ‘মনও ভরবে আবার পেটও’! এছাড়াও, আপনি বিখ্যাত বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাতা নাল্লামুথু, অস্কার জয়ী ও প্রখ্যাত সাউন্ড ডিজাইনার রেসুল পুকুট্টি, লেখক ও গীতিকার প্রসূন যোশী এবং আরও অনেকের সঙ্গে আলোচনায় অংশ নিতে পারবেন। 
 
CG/SS/SB

(Release ID: 1829084) Visitor Counter : 131


Read this release in: English , Urdu , Hindi , Marathi