তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

সপ্তদশ মুম্বাই আন্তর্জতিক চলচ্চিত্র উৎসবে কয়েকটি শিক্ষণীয় মাস্টার ক্লাস

Posted On: 28 MAY 2022 4:31PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৮ মে,  ২০২২
 
সুপ্রসিদ্ধ সুরকার রেসুল পুকুট্টি থেকে বিশিষ্ট গীতিকার প্রসূন যোশী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বন্যপ্রাণ চিত্রনির্মাতা সুব্বাইয়া নাল্লা মথু থেকে প্রসিদ্ধ শর্ট ফ্লিম নির্মাতা কার্টার পিলচার এবারের সপ্তদশ মু্ম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মাস্টার ক্লাস বিভাগে উপস্থিত থেকে নিজেদের অভিজ্ঞতা ও শিল্প কৌশল সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এবারের এই চলচ্চিত্র উৎসবে সুপ্রসিদ্ধ ও খ্যাতনামা ব্যক্তিদের নিয়ে আয়োজিত হতে চলা এই মাস্টার ক্লাস অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে চলেছে। মাস্টার ক্লাসগুলিতে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা চলচ্চিত্রের শিল্পকলা ও নির্মাণ কৌশল সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেবেন। 
 
এবারের এই চলচ্চিত্র উৎসবে যে কয়েকটি বিষয় নিয়ে মাস্টার ক্লাসের আয়োজন করা হচ্ছে তার মধ্যে রয়েছে - চলচ্চিত্র সংরক্ষণের কৌশল, গল্প কথন, চলচ্চিত্রে শব্দ প্রয়োগের সৌন্দর্য্য, ভারতে অ্যানিমেশন ক্ষেত্র প্রভৃতি। এই বিষয়গুলি শিক্ষানবিশ চলচ্চিত্র নির্মাতাদের কাছে অভিজ্ঞতা সঞ্চয়ের বড় মাধ্যম হয়ে উঠবে। এছাড়াও কোভিড পরবর্তী সময়ে চলচ্চিত্র, ওটিটি প্ল্যাটফর্ম কিভাবে চলচ্চিত্র জগতে আমূল পরিবর্তন আনছে- এই সব বিষয় নিয়েও আলোচনা হবে। 
 
উল্লেখ করা যেতে পারে, সপ্তদশ মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামীকাল থেকে শুরু হচ্ছে। চলবে আগামী চৌঠা জুন পর্যন্ত। উচ্চাকাঙ্খী চলচ্চিত্র নির্মাতা, দর্শক ও সিনেমার প্রশংসক ও সমালোচকরা এবারের উৎসবে অংশ নিতে চলেছেন। মোট সাতটি বিষয় ভিত্তিক মাস্টার ক্লাসের আয়োজন করা হচ্ছে। এরমধ্যে রয়েছে - চলচ্চিত্র সংরক্ষণের কলাকৌশল, সমগ্র বিশ্বের জন্য ভারতে অ্যানিমেশন, পর্দা থেকে ওটিটি প্ল্যাটফর্মে সিনেমার বিস্তার, পেশা হিসেবে বন্যপ্রাণ চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্রে শব্দের সৌন্দর্য্য, গল্প কথন প্রভৃতি। 
 
 
CG/BD/AS/

(Release ID: 1829079)
Read this release in: Urdu , Marathi , English , Hindi