জলশক্তি মন্ত্রক

জল জীবন মিশন রূপায়নে ৫০% সাফল্য অর্জিত


৯.৬ কোটি (৫০%) গ্রামীণ পরিবারে পাইপবাহিত জল সংযোগের সুবিধা

Posted On: 28 MAY 2022 2:00PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৮ মে,  ২০২২
 
প্রতিটি গ্রামীণ পরিবারে নিরাপদ জানীয় জল সরবরাহে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে দেশে ৫০ শতাংশ গ্রামীণ পরিবারে পাইপবাহিত জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। অবশ্য, গোয়া, তেলেঙ্গানা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, দাদরা ও নগর হাভেলি তথা দমন ও দিউ, পন্ডিচেরী এবং হরিয়ানায় ১০০ শতাংশ গ্রামীণ পরিবারে পাইপবাহিত জল সংযোগ পৌঁছে গেছে। অন্যদিকে, পাঞ্জাব, গুজরাট, হিমাচলপ্রদেশ ও বিহারে ৯০ শতাংশের বেশি পরিবার পাইপবাহিত জল সংযোগ সুবিধার আওতায় এসেছে। হর ঘর জল বা প্রত্যেক বাড়িতে পানীয় জল সরবরাহের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা দ্রুত লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলেছে। 
 
মহাত্মা গান্ধীর স্বপ্নের 'গ্রাম স্বরাজ' গড়ে তোলার লক্ষ্যে জল জীবন মিশনের আওতায় পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলিকে আরও ক্ষমতা দেওয়া হচ্ছে, যাতে কর্মসূচির শুরু থেকে জল সরবরাহের কাজে স্থানীয় মানুষকে সামিল করা যায়। সারা দেশে ৯ কোটি ৫৯ লক্ষের বেশি গ্রামীণ পরিবারে পাইপবাহিত জল সংযোগের সুবিধা পৌঁছে গেছে। এই পরিবারগুলির মহিলা ও মেয়েরা এখন বাড়ি থেকেই জল সংগ্রহ করছেন। এদের এখন আর তীব্র গরমেই হোক বা বৃষ্টি বা তুষারপাতের সমস্যা এড়িয়ে দূর থেকে জল সংগ্রহ করতে হয় না। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক ২০২৪-এর মধ্যে প্রতিটি গ্রামীণ পরিবারে পাইপবাহিত জল সংযোগ পৌঁছে দিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে সহযোগিতায় জল জীবন মিশনের আওতায় হর ঘর জল কর্মসূচি রূপায়ন করছে। 
 
২০১৯-এ জল জীবন মিশন শুরু হওয়ার সময় কেবল ৩.২৩ কোটি গ্রামীণ পরিবারে পাইপবাহিত জল সংযোগের সুবিধা ছিল। পরিবারগুলিতে জলের জন্য মহিলা ও মেয়েদের সব থেকে বেশি সমস্যার পড়তে হত। জলের সমস্যার কারণে বিদ্যালয়গুলিতে বালিকাদের উপস্থিতি একসময় নগন্য ছিল। কিন্তু জল জীবন মিশন শুরু হওয়ার পর পরিবারে জলের সুবিধা পৌঁছে যাওয়ায় জল সংগ্রহ করে আনার সমস্যা থেকে মহিলারা যেমন মুক্তি পেয়েছেন, তেমনই বিদ্যালয়গুলিতে বালিকাদের উপস্থিতির হারও লক্ষ্যণীয় হারে বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২২-এর ২৭ মে পর্যন্ত ১০৮টি জেলা, ১ হাজার ২২২টি ব্লক, ৭১ হাজার ৬৬৭টি গ্রামপঞ্চায়েত এবং ১ লক্ষ ৫১ হাজার ৭১টি গ্রাম হর ঘর জল কর্মসূচির আওতায় এসেছে। এরফলে, প্রতিটি পরিবারে পাইপবাহিত জল সংযোগের সুবিধা পৌঁছে গেছে। 
 
দেশ এবছর আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন করছে। পানীয় জল সম্পর্কিত সমস্যার সমাধানে সারা দেশে পঞ্চায়েতগুলিতে গ্রামসভার আয়োজন করা হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী শ্রী মোদী পানীয় জলের সমস্যা দূর করতে একাধিকবার পঞ্চায়েত প্রধান ও সদস্যদের মধ্যে মতবিনিময় করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। জল জীবন মিশনের আওতায় রাজ্য সরকারগুলির মাধ্যমে পঞ্চায়েতগুলিকে জল সমিতি গঠন এবং সমিতির সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে আর্থিক সহায়তা দেওয়া হয়। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1829064) Visitor Counter : 116