প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

১৯৭১ সালের যুদ্ধের শহীদ সেনাদের প্রতীক উল্টানো রাইফেল এবং হেলমেট ইন্ডিয়া গেট থেকে জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে নিয়ে যাওয়া হয়েছে

Posted On: 27 MAY 2022 2:10PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৭ মে,  ২০২২
 
সশস্ত্র বাহিনী আজ এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১৯৭১ সালের যুদ্ধে শহীদ সৈন্যদের প্রতীক উল্টানো রাইফেল এবং হেলমেট জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধের পরম যোদ্ধা স্থলে নিয়ে যায় ও তা পরমবীর চক্র বিজয়ীদের আবক্ষ মূর্তিতে স্থাপন করে । 
 
এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় যুদ্ধ স্মারকস্থলের সঙ্গে ১৯৭১-এর যুদ্ধে শহীদ সৈন্যদের স্মৃতিসৌধের একত্রিকরণের কাজ সম্পন্ন হয়েছে ।
 
অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন চীফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ টু দ্যা চেয়ারম্যান, চীফস অফ স্টাফ কমিটি(সিআইএসসি) এয়ার মার্শাল বি আর কৃষ্ণ । এই অনুষ্ঠানে যোগ দেন সেনা বাহিনীর তিন শাখার অ্যাডজুট্যান্ট জেনারেল পদমর্যাদার আধিকারিকরা। 
 
এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শেষ অভিবাদন জানানো হয় এবং সিআইএসসি ইন্ডিয়া গেটে পুষ্পস্তবক অর্পণ করে । এরপর সেখান থেকে উল্টানো রাইফেল এবং হেলমেটটি একটি বিশেষ গাড়ি করে পরম যোদ্ধা স্থলে নিয়ে গিয়ে স্থাপন করা হয় । সিআইএসসি এবং সেনা বাহিনীর তিন শাখার অ্যাডজুট্যান্ট জেনারেল পদমর্যাদার আধিকারিকরা নতুন স্মৃতিসৌধে অভিবাদন জানান ।
 
 
CG/SS/RAB

(Release ID: 1828855) Visitor Counter : 163