প্রতিরক্ষামন্ত্রক
ভারত-বাংলাদেশে নৌবাহিনীর দ্বিপাক্ষিক মহড়া ‘বঙ্গোসাগর’ শুরু হয়েছে
Posted On:
25 MAY 2022 12:36PM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৫ মে, ২০২২
ভারত ও বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে মঙ্গলবার (২৪শে মে) বাংলাদেশের মংলা বন্দরে তৃতীয় দফায় দ্বিপাক্ষিক নৌমহড়া ‘বঙ্গোসাগর’ শুরু হয়েছে। পোতাশ্রয়ে এই মহড়া চলবে ২৪ ও ২৫-শে মে। এরপর উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৬ ও ২৭-শে মে এই মহড়া অনুষ্ঠিত হবে। বিস্তৃত সামুদ্রিক মহড়া এবং দুই বাহিনীর মধ্যে অভিযান পরিচালনার মাধ্যমে যৌথভাবে অভিযান চালানোর বিষয়ে দক্ষতা ও আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এই ‘বঙ্গোসাগর’ মহড়ার আয়োজন করা হয়েছে।
দেশীয়ভাবে নির্মিত ভারতীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরিচালনকারী করভেট জাহাজ ‘কোরা’ এবং সমুদ্রতীরে টহলদারি জাহাজ ‘সুমেধা’ এই মহড়ায় অংশ নিয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে গাইডেড মিশাইল ফ্রিগেট জাহাজ বিএনএস আবু উবাইদাহ এবং আলি হায়দার এই মহড়ায় যোগ দিয়েছে।
পোতাশ্রয় পর্বে মহড়া চলাকালীন পেশাগত এবং সামাজিক স্তরে আলোচনা চালানো হবে। সমুদ্র পর্যায়ে অনুশীলন পরিচালনার সময় কৌশলগত স্তরে পরিকল্পনা নিয়ে আলোচনাও হবে। এছাড়াও সমুদ্র পর্যায়ের মহড়ায় উভয় দেশের নৌবাহিনী অস্ত্রের ব্যবহার, নৌ পরিকল্পনার উন্নয়ন, সমতলে যুদ্ধ পরিচালনার বিষয়ে মহড়া, বিমান অভিযানে অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে অনুশীলন চালাবে।
CG/SS/NS
(Release ID: 1828335)
Visitor Counter : 216