বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

তিরুচিরাপল্লীর এনআইটি-তে সুপার কম্পিউটার পরম পোরুলের উদ্বোধন

Posted On: 25 MAY 2022 1:11PM by PIB Kolkata

নতুন দিল্লি২৫ মে২০২২

 

তিরুচিরাপল্লীর এনআইটি অত্যাধুনিক সুপার কম্পিউটার পরম পোরুল জাতির উদ্দেশে উৎসর্গ করেছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগ ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন (এনএসএম)-এর আওতায় এই সুপার কম্পিউটারটি তৈরি করা হয়েছে। তিরুচিরাপল্লীর এনআইটি-র বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান শ্রী ভাস্কর ভাট এর উদ্বোধন করেন। এনএসএম-এর দ্বিতীয় পর্বে এই সুপার কম্পিউটার তৈরি করা হল। এর বেশিরভাগ সরঞ্জামই ভারতে তৈরি। এছাড়াও সেন্টার ফর ডেভলপমেন্ট অ্যাডভান্স কম্পিউটিং (সি-ডিএসি) এই সুপার কম্পিউটারের সফটওয়্যার বানিয়েছে।

২০২২-র ১২ই অক্টোবর এনএসএম-এর আওতায় ৮৩৮ টেরাফ্লপ ক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটারটি তৈরির জন্য তিরুচিরাপল্লীর এনআইটি এবং ডি-ডিএসি-র মধ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। এখানে সিপিইউ নোডস, জিপিইউ নোডস, হাইমেমোরি নোডস রয়েছে। বিভিন্ন বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রয়োগের জন্য এই সুপার কম্পিউটারে একটি ইনফিনিব্যান্ড রয়েছে। এখানে ডায়রেক্ট কনট্যাক্ট লিকুইড কুলিং প্রযুক্তি রয়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই সুপার কম্পিউটারটিতে আবহাওয়া, জলবায়ু,  বায়োইনফরমেটিক, কম্পিউটেশন্যাল কেমিস্ট্রি, মেটেরিয়াল সায়েন্স, কম্পিউটেশন্যাল ফ্লুইড ডায়নামিক্সের মত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা যাবে।  

স্বাস্থ্য, কৃষি, আবহাওয়া ও আর্থিক পরিষেবার মত বিভিন্ন সামাজিক ক্ষেত্রে তিরুচিরাপল্লীর এনআইটি নানা গবেষণাধর্মী কাজ করে চলেছে। নতুন এই সুপার কম্পিউটারের সাহায্যে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে জটিল সমস্যার সহজেই সমাধান করা সম্ভব হবে।

এই সুপার কম্পিউটারটিকে এনএসএম-এর নিয়ম অনুসারে নিকটবর্তী শিক্ষা ও গবেষণাধর্মী প্রতিষ্ঠানের কাজে ব্যবহার  করা যাবে। এছাড়াও দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠানগুলিকে উন্নতমানের গবেষণামূলক কাজে সুপার কম্পিউটারটি সাহায্য করবে।

এনএসএম-এর আওতায় এপর্যন্ত ১৫টি সুপার কম্পিউটার দেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে। এই কম্পিউটারগুলি তৈরিতে দেশীয় প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে।

 

CG/CB/AS/



(Release ID: 1828291) Visitor Counter : 151


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu