ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক
চিনি মরশুম ২০২১-২২ (অক্টোবর-সেপ্টেম্বর)-এ দেশে চিনির অভ্যন্তরীণ উপস্থিতি এবং মূল্যের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চলতি বছরের পয়লা জুন থেকে চিনি রপ্তানি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে
Posted On:
25 MAY 2022 9:05AM by PIB Kolkata
নয়াদিল্লী, ২৫ মে, ২০২২
কেন্দ্রীয় সরকার ২০২১-২২ (অক্টোবর-সেপ্টেম্বর) চিনি মরশুমে দেশে চিনির অভ্যন্তরীণ উপস্থিতি এবং মূল্যের স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ১০০ লক্ষ মেট্রিকটন পর্যন্ত চিনি রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ডিজিএফটি-র মাধ্যমে জারি করা আদেশ অনুসারে চলতি বছরের পয়লা জুন থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত (যেটি আগে প্রযোজ্য হবে)খাদ্য ও গণবন্টন দপ্তরের আওতাধীন ডিরেক্টরেট অফ সুগারের বিশেষ অনুমতি নিয়ে চিনি রপ্তানি করতে হবে। রেকর্ড পরিমাণ চিনি রপ্তানির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭-১৮ চিনি মরশুমে প্রায় ৬.২ লক্ষ মেট্রিকটন, ২০১৮-১৯ চিনি মরশুমে ৩৮ লক্ষ মেট্রিকটন এবং ২০১৯-২০ চিনি মরশুমে ৫৯.৬০ লক্ষ মেট্রিকটন চিনি রপ্তানি করা হয়েছে। ২০২০-২১ চিনি মরশুমে ৬০ লক্ষ মেট্রিকটন চিনি রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও, তা ৭০ লক্ষ মেট্রিকটন রপ্তানি করা হয়েছে। চলতি চিনি মরশুম ২০২১-২২এ প্রায় ৯০ লক্ষ মেট্রিকটন চিনি রপ্তানির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এরমধ্যে রপ্তানির জন্য ৮২ লক্ষ মেট্রিকটন চিনি ইতিমধ্যেই চিনিকলগুলি থেকে পাঠানো হয়েছে। ৭৮ লক্ষ মেট্রিকটন চিনি রপ্তানি করা হয়েছে। ২০২১-২২ চিনি মরশুমে চিনি রপ্তানির পরিমাণ সর্বকালীন রেকর্ডে পৌঁছেছে।
চিনি রপ্তানি ক্ষেত্রে অভূতপূর্ব বৃদ্ধি এবং দেশে চিনির পর্যাপ্ত মজুত বজায় রাখার পাশাপাশি চিনির দাম নিয়ন্ত্রণে রেখে দেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় কথা বিবেচনা করে কেন্দ্রীয় সরকার চিনি রপ্তানি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরের পয়লা জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। খাদ্য ও গণবন্টন দপ্তরের আওতাধীন ডিরেক্টরেট অফ সুগারের থেকে চিনিকল এবং রপ্তানিকারকদের এক্সপোর্ট রিলিজ অর্ডার (ইআরও) নিতে হবে।
কেন্দ্রীয় সরকার সারা দেশে চিনির উৎপাদন, ব্যবহার, রপ্তানি এবং পাইকারি ও খুচরো বাজারে দামের প্রবণতা সহ চিনি ক্ষেত্রের পরিস্থিতির ওপর নিরন্তর পর্যবেক্ষণ করছে। ভারত চলতি বছরে বিশ্বের সর্বোচ্চ চিনি উৎপাদনকারী এবং দ্বিতীয় বৃহত্তম চিনি রপ্তানিকারি দেশ হয়ে উঠেছে। কেন্দ্রীয় সরকার দেশীয় বাজারে চিনির স্থিতিশীল মূল্য বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। গত ১২ মাসে চিনির দাম নিয়ন্ত্রণে রয়েছে। ভারতে চিনির পাইকারি দাম কুইন্টাল প্রতি ৩ হাজার ১৫০ থেকে ৩ হাজার ৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ। দেশের বিভিন্ন অংশে চিনির খুচরো দাম ৩৬ থেকে ৪৪ টাকার মধ্যে নিয়ন্ত্রণে রয়েছে।
CG/SS/NS
(Release ID: 1828286)
Visitor Counter : 293