স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৯২ কোটি ৫২ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ৩ কোটি ৩০ লক্ষেরও বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৭৫

জাতীয়স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৫ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৪৯ শতাংশ

Posted On: 24 MAY 2022 9:45AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ মে, ২০২২

 

সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৯২ কোটি ৫২ লক্ষ ৭০ হাজার ৯৫৫।

১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ গত ১৬ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত বয়ঃসন্ধিকালীন ছেলে মেয়েদের কোটি ৩০ লক্ষ ৩০ হাজার ৫৭৪টি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একইভাবে, গত ১০ই এপ্রিল থেকে ১৮-৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া শুরু হয়েছে।

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,০৪,০৬,৫৯৫

 

,০০,৩৫,৩৪৪

 

৫১,৩৬,৩১২

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,৮৪,,৩৯২

 

,৭৫,৭৫,৭১৩

 

৮৪,৫৯,২২৯

 

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৩০,৩০,৫৭৪

 

,৪৫,০৭,১১৬

১৫-১৮ বছর বয়সী

 

 

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৯২,২৯,৮৩৪

 

,৪৯,৮১,১০০

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

 

৫৫,৬৯,০১,৯৬৩

 

৪৮,৭৭,৬৩,৫২৩

 

,২৯,১৮৮

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

 

২০,৩২,০৪,৫৪৬

 

১৯,০৩,৩৩,৪৬৫

 

১২,১৩,৯২৯

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১২,৭০,৫৯,১৪৭

 

১১,৮৬,৭৫,৫৫৯

 

,৭৭,০৯,৪২৭

 

 

প্রিকশন ডোজ

,৩১,৪৮,০৮৫

 

মোট

 

,৯২,৫২,৭০,৯৫৫

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে হাজার ৮৪১ হয়েছে, যা মোট আক্রান্তের ০. শতাংশ।

একইভাবে জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮. শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৫ জন। এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্য লাভের সংখ্যা ৪ কোটি ২ লক্ষ ৭৩৭

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৭৫ জন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষহাজার ৬২৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এরফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮৪ কোটি ৭৪ লক্ষ ৯৯ হাজার ৮৫২

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৪৯ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৪১ শতাংশ।

 

CG/SS/SKD/



(Release ID: 1828056) Visitor Counter : 84