তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

নিউজঅনএআইআর রেডিও লাইভ-স্ট্রিমিং-এর ক্রম তালিকা


বিবিধ ভারতীর আঞ্চলিক পরিষেবাগুলির দেশজুড়ে জনপ্রিয়তা

Posted On: 20 MAY 2022 1:42PM by PIB Kolkata
নতুন দিল্লী, ২০ মে, ২০২২
 
দেশে এবং বিদেশে বিবিধ ভারতীর জাতীয় পরিষেবা সবকটি ক্রমতালিকার শীর্ষে রয়েছে। এই প্রচার তরঙ্গের আঞ্চলিক পরিষেবাগুলিও নির্দিষ্ট ভাষাভাষি অঞ্চলের বাইরে জনপ্রিয়তা লাভ করেছে। বিবিধ ভারতী কন্নড়-এর শ্রোতা শুধুমাত্র কর্ণাটকেই নয়, মুম্বাই, পুনে এবং জতীয় রাজধানী অঞ্চল দিল্লিতেও রয়েছে। 
 
দেশের প্রধান প্রধান শহরগুলিতে আকাশবাণীর নিউজঅনএআইআর অ্যাপের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান শোনার রীতি যথেষ্ট জনপ্রিয়। চার সপ্তাহেরও বেশি সময় ধরে বেঙ্গালুরু, পুনে এবং জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি অ্যাপ ব্যবহারকারিদের ক্রমতালিকার শীর্ষে রয়েছে।     
 
দেশের অভ্যন্তরে  আকাশবাণীর অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে শোনার ক্ষেত্রে জনপ্রিয়তার ক্রমতালিকার কিছু পরিবর্তন হয়েছে। প্রথম দশের তালিকায় বিবিধ ভারতী মালয়ালাম ও এফএম দিল্লিকে সরিয়ে আকাশবাণী কোচির এফএম রেইনবো এবং বিবিধ ভারতী কন্নড় স্থান করে নিয়েছে। এফএম রেইনবো মুম্বাই দ্বিতীয় স্থানে এবং রেইনবো কন্নড় কামনবিলু পঞ্চম স্থানে উঠে এসেছে। ক্রমতালিকায় আকাশবাণী পুনে এবং আকাশবাণী কেরালার অবনমন রয়েছে। পুনে চতুর্থ এবং কেরালা নবম স্থানে নেমে গেছে। 
 
প্রসারভারতী সরকারি অ্যাপ নিউজঅনএআইআর-এর মাধ্যমে আকাশবাণীর ২৭০টি বিভাগের অনুষ্ঠান সম্প্রচারিত হয়। এই অ্যাপ ব্যবহার করে শুধুমাত্র দেশেই নয়, বিদেশেও বহু মানুষ আকাশবাণীর অনুষ্ঠান শোনেন। এপ্রিল মাসে বিভিন্ন অনুষ্ঠানের ক্রমতালিকা দেখতে হলে নীচের লিঙ্কে ক্লিক করুন – 
 
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826889
 
 
CG/CB/ SKD/

(Release ID: 1827232) Visitor Counter : 156