উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
বুদ্ধ পূর্ণিমার প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা উপরাষ্ট্রপতির
Posted On:
15 MAY 2022 3:28PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৫ মে, ২০২২
উপরাষ্ট্রপতি শ্রী এম ভেঙ্কাইয়া নাইডু বুদ্ধ পূর্ণিমার প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেছেন -
“আমি ‘বুদ্ধ পূর্ণিমা’র শুভ অনুষ্ঠান উপলক্ষ্যে দেশবাসীকে আমার উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানাই।
বিশ্বের সবচেয়ে সুপ্রসিদ্ধ আধ্যাত্মিক গুরুদের একজন, ভগবান বুদ্ধ গুরুত্বপূর্ণ অন্তর্নিহিত সত্য সম্পর্কে প্রচার করেছিলেন। তাঁর শিক্ষার উদ্দেশ্য ছিল আমাদের দুঃখের মূল কারণ খুঁজে বের করা এবং সংবেদনশীল প্রাণীজগৎকে কষ্ট থেকে মুক্তি দেওয়া।
নিঃসন্দেহে, ভগবান বুদ্ধ এবং তাঁর ‘ধম্ম’ হল আলোর এক চিরন্তন উৎস, যা আমাদের নৈতিকতা, তৃপ্তি ও সুখের পথে পরিচালিত করে।
আসুন, এই শুভ অনুষ্ঠান উপলক্ষ্যে ‘অন্যকে অলোকিত করে তুলতে’ ভগবান বুদ্ধের দেখানো সর্বজনীন প্রেম, সমবেদনা এবং সমতার নীতিগুলি অনুসরণ করার জন্য নিজেদেরকে অঙ্গীকারবদ্ধ করি।"
CG/SS/SKD/
(Release ID: 1825741)
Visitor Counter : 105