আইনওবিচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রেস বিবৃতি

प्रविष्टि तिथि: 14 MAY 2022 10:09AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ মে, ২০২২
 
ভারতের সংবিধানের ২১৭-র অনুচ্ছেদে ১ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্রপতি নিম্নলিখিত আইনজীবিদের দিল্লি উচ্চ ন্যায়ালয়ের বিচারপতি হিসেবে নিযুক্ত করছেন। এঁরা হলেন – (১) শ্রীমতী তারা বিতস্তা গাঞ্জু, (২) শ্রীমতী মিনি পুষ্কর্ণ, (৩) শ্রী বিকাশ মহাজন, (৪) শ্রী তুষার রাও গেদেলা, (৫) শ্রীমতী মনমীত প্রীতম সিং অরোরা, (৬) শ্রী শচীন দত্ত, (৭) শ্রী অমিত মহাজন, (৮) শ্রী গৌরাঙ্গ কান্ত এবং (৯) শ্রী সৌরভ ব্যানার্জী। তাঁরা যবে থেকে নিজেদের কার্যভার গ্রহণ করবেন, সেই দিন থেকে এই আদেশ কার্যকর হবে। 
 
CG/SD/SKD/

(रिलीज़ आईडी: 1825400) आगंतुक पटल : 167
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Tamil , English , Urdu , Punjabi