স্বরাষ্ট্র মন্ত্রক

পদ্ম পুরস্কার – ২০২৩ –এর জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে ১৫ই সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত

Posted On: 05 MAY 2022 3:26PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৫ মে, ২০২২

 

২০২৩ সালের সাধারণতন্ত্র দিবসে ওই বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে। এজন্য অনলাইন মনোনয়ন/ সুপারিশ জমা নেওয়া শুরু হয়েছে চলতি বছরের পয়লা মে থেকে। ১৫ই সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত মনোনয়ন জমা নেওয়া হবে। পদ্ম পুরস্কারের জন্য সমস্ত মনোনয়ন/ সুপারিশ কেবলমাত্র অনলাইনে ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টালে https://awards.gov.in পাঠাতে হবে। 

পদ্ম পুরস্কার অর্থাৎ পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী – দেশের সর্বোচ্চ অসামরিক সম্মানগুলির অন্যতম। প্রতি বছর সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কার প্রদানের ঘোষণা করা হয়। ১৯৫৪ সাল থেকে এই প্রথা শুরু হয়েছে। এই পুরস্কারের লক্ষ্য অনন্য কাজকে স্বীকৃতি দেওয়া। শিল্প, সাহিত্য ও শিক্ষা, খেলাধুলো, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান ও কারিগরি, জনপরিসর, নাগরিক পরিষেবা, শিল্প ও বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে অসামান্য ও ব্যতিক্রমী কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়। জাতি – পেশা - সামাজিক অবস্থান – লিঙ্গ নির্বিশেষে যে কেউ এই পুরস্কার পেতে পারেন। তবে, চিকিৎসক ও বিজ্ঞানীরা ছাড়া সরকারি কর্মচারী এবং রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরতরা পদ্ম পুরস্কারের জন্য বিবেচিত হন না। 

সরকার পদ্ম পুরস্কারকে ‘জনসাধারণের পুরস্কারে’ রূপান্তরিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই জন্যই সব নাগরিককে পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন/ সুপারিশ করতে অনুরোধ করা হচ্ছে। কেউ চাইলে নিজের নামও সুপারিশ করতে পারেন।

পদ্ম পোর্টালে যেভাবে বলা আছে, সেইভাবে মনোনয়ন/ সুপারিশের প্রাসঙ্গিক বিশদ বিবরণ দিতে হবে। যে উল্লেখযোগ্য/ ব্যতিক্রমী কাজের জন্য এই সুপারিশ করা হচ্ছে সে সম্পর্কে বিশদে লিখে (৮০০ শব্দের মধ্যে) জানাতে হবে।

যাঁরা পদ্ম পুরস্কার পাওয়ার যোগ্য তাঁদের চিহ্নিত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সব কেন্দ্রীয় মন্ত্রক/ দপ্তর, রাজ্য সরকার/ কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতরত্ন এবং পদ্মবিভূষণ প্রাপকদের অনুরোধ জানিয়েছে। এক্ষেত্রে মহিলা, সমাজের দুর্বলতর অংশ, তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ভুক্ত, দিব্যাঙ্গ এবং যাঁরা সমাজে নিঃস্বার্থ সেবা করছেন, তাঁদের উপর বিশেষ নজর দিতে বলা হয়েছে। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে (https://mha.gov.in) এবং পদ্ম পুরস্কার পোর্টালে (https://padmaawards.gov.in ) এসংক্রান্ত বিশদ বিবরণ পাওয়া যাবে। এই পুরস্কার সম্পর্কিত বিধিনিয়মগুলি জানা যাবে https://padmaawards.gov.in/AboutAwards.aspx  ওয়েবসাইটে।

 

CG/SD/SKD/



(Release ID: 1822998) Visitor Counter : 611