উত্তর-পূর্বাঞ্চলেরউন্নয়নসংক্রান্তমন্ত্রক
azadi ka amrit mahotsav

আজাদি কা অমৃত মহোৎসব স্মরণে উত্তর-পূর্বাঞ্চলীয় উৎসব


উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন, সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি আগামীকাল দু’দিনের সফরে মণিপুরে যাচ্ছেন

Posted On: 01 MAY 2022 4:40PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০১ মে, ২০২২

 

উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন, সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী শ্রী জি কিষান রেড্ডি আগামীকাল দু’দিনের সফরে মণিপুরে যাচ্ছেন। আগামীকাল দুপুর ৩টে ২০ মিনিটে তিনি ভার্চুয়াল মাধ্যমে খুমান লাম্পাকে আইএসটিটি-র উদ্বোধন করবেন। বিকেল সাড়ে চারটেয় খুমান লাম্পাকে ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করবেন তিনি, কথা বলবেন সেখানকার শিক্ষার্থীদের সঙ্গে। একটি ফুটবল ফাইনাল দেখার পর সন্ধ্যায় মণিপুরের মুখ্যমন্ত্রী শ্রী এন বীরেন সিং-এর সঙ্গে দেখা করবেন তিনি।

তেসরা মে সকাল ৮টা ৫ মিনিটে শ্রী রেড্ডি ইম্ফলের ডিএম কলেজ ক্যাম্পাসে একটি ব্যাডমিন্টন প্রতিযোগিতার সূচনা করবেন। পরে মৈইরাং-এর লোকটাক লেকের পর্যটন প্রকল্পগুলি পর্যালোচনা করবেন তিনি, খতিয়ে দেখবেন আইএনএ মিউজিয়ামের সাংস্কৃতিক প্রকল্পগুলি। এর পর কেন্দ্রীয় মন্ত্রী ইম্ফল থেকে গুয়াহাটির উদ্দেশে যাত্রা করবেন।

আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে উত্তর-পূর্বের ৮টি রাজ্যেই ২৮শে এপ্রিল থেকে চৌঠা মে, ২০২২ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলীয় উৎসবের আয়োজন করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক আয়োজিত এই উৎসবের মূল ভাবনা - হাম কিসি সে কম নেহি। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসবের মধ্য দিয়ে দেশের গৌরবজনক ইতিহাস, মানুষ, সংস্কৃতি এবং সাফল্য উদযাপন করা হচ্ছে। উত্তর-পূর্বাঞ্চল মন্ত্রক এই উৎসবে উত্তর-পূর্বাঞ্চলের সৌন্দর্য ও সাফল্য বিশেষভাবে তুলে ধরছে। উত্তর-পূর্বের প্রতিটি রাজ্যের রাজধানীতেই বিভিন্ন থিমের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করা হচ্ছে। 

 

CG/SD/SKD/


(Release ID: 1821968) Visitor Counter : 202


Read this release in: English , Urdu , Hindi , Manipuri