প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা মন্ত্রক ২০২১-২২ অর্থবর্ষে সরকারি ই-মার্কেট প্লেস ব্যবস্থার মাধ্যমে ১৫ হাজার কোটি টাকার বেশি সামগ্রী সংগ্রহ করেছে, যা এযাবৎ সর্বোচ্চ

Posted On: 30 APR 2022 1:37PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ৩০ এপ্রিল, ২০২২
 
প্রতিরক্ষা মন্ত্রক ২০২১-২২ অর্থবর্ষে সরকারি ই-মার্কেট (জেম) পোর্টালের মাধ্যমে ১৫ হাজার ৪৭ কোটি ৯৮ লক্ষ টাকার সামগ্রী সংগ্রহ করেছে, যা এযাবৎ সর্বোচ্চ। মন্ত্রকের পক্ষ থেকে এই সংগ্রহের পরিমাণ গত অর্থবর্ষের তুলনায় ২৫০ শতাংশের বেশি। উল্লেখ করা যেতে পারে, জেম ব্যবস্থার সূচনা হয় ২০১৬-র অগাস্ট মাসে। ডিজিটাইজেশনের মাধ্যমে সরকারি সংগ্রহ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিয়ে আসার লক্ষ্যে এবং পুরানো বরাত প্রক্রিয়ায় সংস্কারের জন্য এই ব্যবস্থার সূচনা হয়েছিল। অল্প সময়ের মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রক ডিজিটাল পদ্ধতির মাধ্যমে জেম পোর্টাল থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ শুরু করে। 
 
ডিজিটাল ভারত উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে ডিজিটাইজেশন ও স্বচ্ছতার প্রসারে সরকারের দৃষ্টিভঙ্গীতে কার্যকর অবদান রাখতে প্রতিরক্ষা মন্ত্রক অঙ্গীকারবদ্ধ।  
 
CG/BD/AS/

(Release ID: 1821748) Visitor Counter : 169