যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসে গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের অ্যাথলিট জেটলি সিং স্বর্ণপদক জয় করেছেন
प्रविष्टि तिथि:
30 APR 2022 9:28AM by PIB Kolkata
নতুন দিল্লি, ৩০ এপ্রিল, ২০২২
খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসে আগামীকাল থেকে অ্যাথলেটিক্স বিভাগের প্রতিযোগিতা শুরু হচ্ছে। তবে, এই প্রতিযোগিতা আজও ছিল অত্যন্ত চিত্তাকর্ষক। দিনের শেষে ৪২টি বিশ্ববিদ্যালয় স্বর্ণ পদক পেয়েছে। অন্যদিকে, ৯২টি বিশ্ববিদ্যালয় পদক তালিকায় জায়গা করে নিয়েছে। আজ ১৩টি পদকের জন্য প্রতিযোগিতা হয়েছে। এরমধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ফেন্সিং।
গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের জেটলি সিং তার স্বতীর্থ সুভমকে পরাজিত করে ফেন্সিং প্রতিযোগিতার ফাইনালে স্বর্ণপদক জয়লাভ করেছেন। টপস কর্মসূচির এই অ্যাথলিট গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের জন্য স্বর্ণ পদক জয়লাভ করেছেন। এই বিশ্ববিদ্যালয়ের আরও তিন জন অ্যাথলিট প্রতিযোগিতায় পদক পেয়েছেন।
আজকের প্রতিযোগিতায় সব থেকে অপ্রত্যাশিত ঘটনা ঘটে বেঙ্গালুরুর সাই কেন্দ্রে। এখানে স্যুটিং প্রতিযোগিতায় পাঞ্জাবের লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের সরতাজ সিং তিওয়ানা অলিম্পিয়ান ঐশ্বর্য প্রতাপ সিং তোমরকে পরাজিত করে স্বর্ণ পদক পেয়েছেন। তিনি পুরুষদের ৫০ মিটার থ্রি পজিশন স্যুটিং-এর ফাইনাল ম্যাচে অলিম্পিয়ান ঐশ্বর্য প্রতাপ সিং-কে পরাজিত করেন। সরতাজ সিং গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন।
এদিকে, তীরন্দাজিতে পুরুষদের রিকার্ভ বিভাগের প্রথম নক-আউট রাউন্ডে লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের আদিত্য চৌধুরী, চৌধুরীচরণ সিং বিশ্ববিদ্যালয়ের নিশান্তকে পরাজিত করেছেন। অন্যদিকে, অ্যাডামস বিশ্ববিদ্যালয়ের রুমা বিশ্বাস মহিলাদের রিকার্ভ বিভাগে পরবর্তী রাউন্ডে পৌঁছেছেন। এছাড়াও কান্তিরভা স্টেডিয়ামে ট্র্যাক অ্যান্ড ফিল্ড বিভাগের ওয়ার্মআপ শুরু হয়েছে। এই ওয়ার্মআপে এশিয়ান গেমসে রৌপ্য পদক জয়ী দূতি চাঁদ ছাড়াও প্রিয়া মোহন এবং লং-জাম্পার অ্যান্সি সোজান নিজ নিজ বিভাগে প্রতিযোগিতায় নামেন। দূতি চাঁদ মহিলাদের ১০০ মিটার দৌড়ে আজ চূড়ান্ত প্রতিযোগিতায় নামছেন।
CG/BD/AS/
(रिलीज़ आईडी: 1821736)
आगंतुक पटल : 175