জলশক্তি মন্ত্রক

কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী রাজস্থানে জল জীবন মিশন প্রকল্পের কাজের অগ্রগতি রাজ্যের ১৭ জন সাংসদ, কারিগরি ও জনস্বাস্থ্য মন্ত্রী এবং আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করলেন

Posted On: 29 APR 2022 11:25AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৯ এপ্রিল, ২০২২

 

রাজস্থানে জল শক্তি মিশন প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে আজ জয়পুরে একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বৈঠকে পৌরোহিত্য করেন। অনুষ্ঠানে ১৭ জন সাংসদ ও রাজস্থানের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করেন। অংশগ্রহণকারীরা মূল্যবান মতামত দেওয়ায় তিনি তাঁদের ধন্যবাদ জানিয়েছেন। শ্রী শেখাওয়াত জানান, কেন্দ্র দরিদ্র ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষ সহ প্রত্যেকের জীবনযাত্রার মানোন্নয়নে বদ্ধপরিকর। তিনি রাজস্থানের মতো রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের গুরুত্বের কথাও উল্লেখ করেন। শ্রী শেখাওয়াত বলেন, এলাকার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে এই প্রকল্প সাফল্যের মুখ্য দেখবে। মন্ত্রী জল জীবন মিশনকে জনআন্দোলনে পরিণত করতে সব সাংসদের অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। তিনি জানান, এই প্রকল্প বাস্তবায়নে অর্থের কোনও অভাব হবে না। রাজ্যে জল সরবরাহ সংক্রান্ত কোনও বিষয় নিয়ে আলোচনা করতে চাইলে রাজ্যের মন্ত্রীকে তাঁর সঙ্গে যোগাযোগ করার আমন্ত্রণ জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী মন্ত্রীরা নিজ নিজ লোকসভা কেন্দ্রে এই প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানান। জয়সলমীর, বারমেঢ়, যোধপুর, পালি সহ মরুভূমি অঞ্চলে থাকা জেলাগুলিতে এই প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন সমস্যা নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। সাংসদরা রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছেন, প্রকল্পের পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সমস্ত কাজে যাতে তাঁদের যুক্ত করা হয়। রাজস্থানের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব সংশ্লিষ্ট সকলকে তাঁদের মূল্যবান মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানান। রাজ্যের গ্রামাঞ্চলের প্রতিটি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য রাজ্যের পক্ষে তিনি সহযোগিতার আশ্বাস দেন। 

 

CG/CB/SB



(Release ID: 1821582) Visitor Counter : 115


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu