প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং নতুন দিল্লীতে তিরঙ্গা মাউন্টেন রেসকিউ টিমের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন

प्रविष्टि तिथि: 26 APR 2022 12:48PM by PIB Kolkata

নয়াদিল্লী,  ২৬ এপ্রিল২০২২

                               

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং নতুন দিল্লীতে তিরঙ্গা মাউন্টেন রেসকিউ টিম (টিএমআর)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। এই অলাভজনক সংস্থাটি শ্রী হেমন্ত সচদেব গড়ে তোলেন। ২০১৬ সালে ভারতীয় সেনাবাহিনী একে স্বীকৃতি দেয়। টিএমআর-এর সদস্য হিমবাহ এবং হিমানী সম্প্রপাতের ফলে যারা আটকে পরেন তাদের উদ্ধার করার পাশাপাশি এই প্রাকৃতিক বিপর্যয়ে কিভাবে উদ্ধারকাজ চালানো যাবে সে বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়।

শ্রী রাজনাথ সিং হিমবাহের ফলে উদ্ভুত পরিস্থিতিতে আটকে পরা সেনাবাহিনীর সদস্যদের উদ্ধারকাজে সহায়তার জন্য টিএমআর-কে ধন্যবাদ জানান। তিনি বলেনটিএমআর সরকার ও সুশীল সমাজের মধ্যে অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের একটি আদর্শ উদাহরণ হয়ে উঠেছে। তিনি জোর দিয়ে বলেনসুশীল সমাজ এবং সরকার একযোগে কাজ করলে দেশের উন্নয়ন গতি পাবে। অনুষ্ঠানে সেনাবাহিনীর উপপ্রধানমিলিটারি অপারেশন্স-এর মহানির্দেশক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

 

CG/CB/NS


(रिलीज़ आईडी: 1820214) आगंतुक पटल : 164
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Tamil