পঞ্চায়েতিরাজমন্ত্রক

প্রধানমন্ত্রী আগামীকাল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে জম্মু-কাশ্মীর সফর করবেন


প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীর থেকে দেশের সমস্ত গ্রামসভা এবং পঞ্চায়েতি রাজ প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ দেবেন

Posted On: 23 APR 2022 1:26PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২৩ এপ্রিল, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (২৪শে এপ্রিল) জম্মু ও কাশ্মীর সফরে গিয়ে বেলা সাড়ে ১১টা নাগাদ জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি সাম্বা জেলায় পল্লী পঞ্চায়েত ঘুরে দেখবেন। সেখানে তিনি স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন এবং পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন উপলক্ষে সারা ভারতের পঞ্চায়েত প্রতিনিধিদের উদ্দেশে ভাষণ দেবেন। এই অনুষ্ঠানে তিনি সুফলভোগীদের হাতে স্বামিত্ব কার্ড তুলে দেবেন। 
 
প্রতি বছর এই উপলক্ষে পঞ্চায়েতি রাজ মন্ত্রক জনকল্যাণ এবং পরিষেবা প্রদানে উন্নতির জন্য ভাল কাজের স্বীকৃতি স্বরূপ সেরা পঞ্চায়েত / রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পুরস্কৃত করে থাকে। যে সমস্ত বিভাগে পুরস্কার দেওয়া হয়, তার মধ্যে রয়েছে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার, নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার, শিশু-বান্ধব গ্রামপঞ্চায়েত পুরস্কার, গ্রামপঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা পুরস্কার এবং ই-পঞ্চায়েত পুরস্কার (রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে দেওয়া হয়)।
 
এবছর পঞ্চায়েতগুলিকে বিভিন্ন ক্ষেত্রে ৩২২টি পুরস্কার দেওয়া হবে। ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ২৯টি গ্রামপঞ্চায়েত / গ্রাম পরিষদ শিশু-বান্ধব গ্রামপঞ্চায়েত পুরস্কার পাচ্ছে। সমসংখ্যক গ্রামপঞ্চায়েত / গ্রামপরিষদকে গ্রামপঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা পুরস্কার দেওয়া হবে। ২৭টি রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের ২৭টি গ্রামপঞ্চায়েত / গ্রামপরিষদ নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কারের জন্য মনোনিত হয়েছে। অন্যদিকে, ২৩৭টি পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কারে ভূষিত করা হবে। প্রধানমন্ত্রী ডিজিটাল উপায়ে ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৩২টি গ্রামপঞ্চায়েতকে বিভিন্ন ক্ষেত্রে ৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার প্রদান করবেন। 
 
পঞ্চায়েতি রাজ মন্ত্রক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রামপঞ্চায়েতগুলির কাজকর্মে স্বচ্ছতা, দক্ষতা ও দায়বদ্ধতা নিয়ে আসার লক্ষ্যে প্রয়াস গ্রহণ করে চলেছে। যে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পঞ্চায়েতগুলির কাজকর্মে নজরদারির জন্য তথ্য ও প্রযুক্তির সর্বাধিক সদ্ব্যবহার করেছে, তাদের ই-পঞ্চায়েত পুরস্কার দেওয়া হয়। এবার ই-পঞ্চায়েত পুরস্কারের প্রথম বিভাগে সেরা রাজ্যের পুরস্কার পাচ্ছে কর্ণাটক এবং দ্বিতীয় বিভাগে সেরা রাজ্যের পুরস্কার পাচ্ছে ত্রিপুরা। 
 
জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন অনুষ্ঠান বেলা ১২টা থেকে দূরদর্শন ও তার সমস্ত আঞ্চলিক কেন্দ্রগুলি থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়াও ওয়েব লিঙ্কের মাধ্যমে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন উপলক্ষে দেশের সমস্ত গ্রামসভা / পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ https://pmindiawebcast.nic.in-এই লিঙ্কেও সম্প্রচারিত হবে।
 
উল্লেখ করা যেতে পারে, দেশে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে যে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে তার স্বীকৃতি স্বরূপ পঞ্চায়েতি রাজ মন্ত্রক প্রতিবছর ২৪শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস উদযাপন করে।  
 
 
CG/BD/AS/


(Release ID: 1819367) Visitor Counter : 169