ক্রেতা, খাদ্যএবংগণবন্টনমন্ত্রক

কেন্দ্রীয় সরকার ১-জি ইথানল উৎপাদনের জন্য নতুন ডিস্টিলারি স্থাপন অথবা বর্তমানে চালু ডিস্টিলারিগুলির সম্প্রসারণের লক্ষ্যে ইথানল প্রকল্পের জন্য যারা ভূমি অধিগ্রহণ করেছেন এবং পরিবেশগত ছাড়পত্র পেয়েছেন, তাদের নতুন করে আবেদনের আহ্বান জানিয়েছে

Posted On: 22 APR 2022 6:54PM by PIB Kolkata
নতুন দিল্লি,  ২২ এপ্রিল, ২০২২
 
দেশে ইথানল উৎপাদন ক্ষমতা বাড়াতে এবং ২০২৫-এর মধ্যে ২০ শতাংশ মিশ্রণের জন্য ভারত সরকার ১-জি ইথানল উৎপাদনে নতুন ডিস্টিলারি স্থাপন বা বর্তমানে চালু ডিস্টিলারিগুলির সম্প্রসারণের লক্ষ্যে প্রকল্প সমর্থকদের কাছ থেকে নতুন আবেদনপত্র জমা দেওয়ার জন্য ছয় মাসের সময়সীমায় এক দরপত্র আহ্বানের  সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুসারে কেবল প্রকল্প স্থাপনে ইচ্ছুক ব্যক্তিদের নৈতিক অনুমোদন জারির জন্যই খাদ্য ও গণবন্টন দপ্তর দরপত্র আহ্বানের এই সিদ্ধান্ত নিয়েছে। এরফলে, প্রকল্পে যোগ দিতে ইচ্ছুক যারা ইতিমধ্যেই জমি অধিগ্রহণ বা পরিবেশগত ছাড়পত্র পেয়েছেন, তারা লাভবান হবেন। 
 
সরকারের এই সিদ্ধান্তের ফলে চিনিকলগুলির নতুন ডিস্টিলারি স্থাপন বা চালু ডিস্টিলারিগুলি সম্প্রসারণ করতে পারবে। পক্ষান্তরে অতিরিক্ত আখ / চিনি ইথানল উৎপাদনের কাজে লাগানো যাবে। এমনকি, উত্তর পূর্বের রাজ্য এবং দক্ষিণের কয়েকটি রাজ্যে যেখানে ইথানল উৎপাদন পরিকাঠামোয় ঘাটতি রয়েছে, সেখানে নতুন ডিস্টিলারি গড়ে তোলা সম্ভব হবে। 
 
২০১৪-র পূর্বে গুড় ভিত্তিক ডিস্টিলারিগুলির ইথানল উৎপাদন ক্ষমতা ছিল ২১৫ কোটি লিটার। অবশ্য গত সাত বছরে সরকারের নীতিগত পরিবর্তনের দরুণ গুড় ভিত্তিক ডিস্টিলারিগুলির ইথানল উৎপাদন ক্ষমতা দেড়গুণ বেড়ে বর্তমানে ৫৬৯ কোটি লিটার হয়েছে। অন্যদিকে, বিভিন্ন ধরণের শস্য ভিত্তিক ডিস্টিলারিগুলির ক্ষমতা ২০১৩-র ২০৬ কোটি লিটার থেকে বেড়ে বর্তমানে ২৮০ কোটি লিটার হয়েছে। এরফলে, দেশে মোট ইথানল উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ৮৪৯ কোটি লিটার। অবশ্য, ২০২৫-এর মধ্যে ২০ শতাংশ মিশ্রণের লক্ষ্যমাত্রা পূরণে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে প্রায় ১ হাজার ৭০০ কোটি লিটার করা প্রয়োজন। এই লক্ষ্যে সরকার দরপত্র আহ্বানের জন্য যে ছয় মাস সময়সীমা স্থির করেছে, তা ইথানল উৎপাদন ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। 
 
২০১৩ পর্যন্ত রাষ্ট্রায়ত্ত্ব তেল বিপণন সংস্থাগুলিকে ইথানল সরবরাহের পরিমাণ ছিল কেবল ৩৮ কোটি লিটার। একই ভাবে, ২০১৩-১৪ ইথানল সরবরাহ বর্ষে মিশ্রণের পরিমাণ ছিল ১.৫ শতাংশ। অবশ্য, ২০১৩-১৪ থেকে ২০২০-২১ পর্যন্ত সময়ে জ্বালানীতে মেশানোর জন্য ইথানল উৎপাদন এবং তেল বিপণন সংস্থাগুলিকে তা সরবরাহের পরিমাণ আটগুণ বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২০-২১ ইথানল সরবরাহ বর্ষে তেল বিপণন সংস্থাগুলিকে ইথানল সরবরাহের পরিমাণ সর্বকালীন রেকর্ড ৩০২.৩০ কোটি লিটারে পৌঁছেছে। এমনকি, জ্বালানীতে মিশ্রণের পরিমাণ বেড়ে হয়েছে ৮.১০ শতাংশ। চলতি ২০২১-২২ ইথানল সরবরাহ বর্ষের ১৭ই এপ্রিল পর্যন্ত পেট্রোলের সঙ্গে ইথানল মিশ্রণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫৮ কোটি লিটার। চলতি ইথানল সরবরাহ বর্ষে জ্বালানীতে ইথানল মিশ্রণের পরিমাণ বেড়ে ১০ শতাংশ হবে বলে মনে করা হচ্ছে। 
 
কৃষি অর্থব্যবস্থার প্রসারে, জীবাশ্ম জ্বালানী আমদানির ওপর নির্ভরশীলতা কমাতে, অশোধিত তেল আমদানি খাতে বিদেশী মুদ্রা সঞ্চয়ের লক্ষ্যে এবং সর্বোপরি বায়ু দূষণ হ্রাস করতে কেন্দ্রীয় সরকার ২০২২ সালের মধ্যে জ্বালানীতে অন্তত ১০ শতাংশ ইথানল মিশ্রণ এবং ২০২৫-এর মধ্যে অন্ততপক্ষে ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্য স্থির করে। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত চিনিকল এবং ডিস্টিলারিগুলির জন্য সুদ ছাড় দেওয়ার লক্ষ্যে একাধিক কর্মসূচি চালু করা হয়েছে। 
 
 
CG/BD/AS/


(Release ID: 1819349) Visitor Counter : 112


Read this release in: English , Urdu , Hindi , Manipuri