শিল্পওবাণিজ্যমন্ত্রক
জাতীয় গবেষণা ও উন্নয়ন নিগমের সঙ্গে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের মউ স্বাক্ষর
Posted On:
22 APR 2022 3:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ এপ্রিল, ২০২২
রপ্তানি মূল্য-শৃঙ্খল ব্যবস্থার প্রসারে কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ (এপিইডিএ) জাতীয় গবেষণা উন্নয়ন নিগম (এনআরডিসি)-র সঙ্গে সমঝোতাপত্র বা মউ স্বাক্ষর করেছে। কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রের কাজকর্মে সামঞ্জস্য বজায় রেখে একযোগে কাজ করার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের দক্ষতা ও অভিজ্ঞতার সদ্ব্যবহারের লক্ষ্যেই এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। কৃষি রপ্তানি নীতির রূপায়ণ এবং রপ্তানি মূল্য-শৃঙ্খল ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলার লক্ষ্যেই এই মউ স্বাক্ষর।
কৃষি কাজে কার্বন নিঃসরণের পরিমাণ কমাতে এবং রপ্তানির জন্য কার্বন নিঃসরণমুক্ত খাদ্য সামগ্রী উৎপাদনের ক্ষেত্রে এপিইডিএ-এর সঙ্গে যৌথভাবে প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর লক্ষ্যে সমঝোতাপত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাক্ষরিত মউ অনুযায়ী, দুই প্রতিষ্ঠানই কৃষিজ পণ্যের রপ্তানি বাড়াতে মূল্য-শৃঙ্খল ব্যবস্থার প্রতিটি পর্যায়ে কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ সম্পর্কিত প্রযুক্তির বাণিজ্যিকীকরণের জন্য গৃহীত কর্মসূচিগুলিতে পারস্পরিক সহযোগিতা করবে। পারস্পরিক সহযোগিতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে রয়েছে – স্বল্প খরচে কৃষি সরঞ্জামগুলির মানোন্নয়ন, ক্ষুদ্র চাষীদের জন্য ব্যবহার-বান্ধব ও জ্বালানী সাশ্রয়কারী যন্ত্রপাতি, কৃষি ক্ষেত্রে স্টার্টআপগুলিকে সহায়তা প্রভৃতি। নতুন দিল্লিতে এপিইডিএ – এর সদর কার্যালয়ে সমঝোতাপত্রে স্বাক্ষর করেন এনআরডিসি-র চেয়ারম্যান তথা ম্যানেজিং ডায়রেক্টর কমোডর (অবসরপ্রাপ্ত) অমিত রাস্তোগি এবং এপিইডিএ – এর সেক্রেটারি।
CG/BD/SB
(Release ID: 1819082)
Visitor Counter : 195