প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

Posted On: 20 APR 2022 8:43PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২০ এপ্রিল, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মরিশাসের প্রধানমন্ত্রী মিঃ প্রবীন্দ কুমার জগন্নাথের সঙ্গে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী মোদীর গুজরাট সফরের সময় বিভিন্ন অনুষ্ঠানেও দুই নেতার মধ্যে একাধিকবার সাক্ষাৎ হয়েছে। 
 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ এক ট্যুইটে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী @KumarJugnauth-এর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও নিবিড় করার বিষয়েও আমরা কথা বলেছি।”
 
 
CG/BD/DM/

(Release ID: 1818534) Visitor Counter : 97