বিদ্যুৎমন্ত্রক

বিদ্যুৎ ও পুনর্নবিকরণযোগ্য জ্বালানী ক্ষেত্রের জন্য জরুরী ভিত্তিতে উৎপাদন কেন্দ্র গঠনের উদ্দেশ্যে অনানুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ঘোষণার আগ্রহ সংক্রান্ত প্রস্তাব আহ্বান করা হয়েছে

Posted On: 14 APR 2022 11:16AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৪ই এপ্রিল, ২০২২

 

বিদ্যুৎ মন্ত্রক, বিদ্যুৎ ও  পুনর্নবিকরণযোগ্য জ্বালানী ক্ষেত্রের জন্য জরুরী ভিত্তিতে উৎপাদন কেন্দ্র গঠনের উদ্দেশ্যে অনানুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ঘোষণার আগ্রহ সংক্রান্ত  প্রস্তাব আহ্বান করেছে। মন্ত্রক, এর আগে ৫ বছরের জন্য এধরণের কেন্দ্র গড়ে তুলতে ৪০০ কোটি টাকার অর্থ বরাদ্দ করে। ২০২২ – ২৩ থেকে ২০২৬ – ২৭ সময়কালে কেন্দ্রের এই প্রকল্প বাস্তবায়িত হবে। অনানুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ঘোষণার আগ্রহ সংক্রান্ত প্রস্তাব জমা দেবার শেষ দিন ৮ই জুন।  

অনানুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ঘোষণার আগ্রহ  সংক্রান্ত কর্তৃপক্ষ একটি পর্বেই সফল সংস্থাকে চিহ্নিত করবে। নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এসংক্রান্ত প্রস্তাব ৮ই জুনের মধ্যে জমা দিতে হবে। এবিষয়ে বিস্তারিত জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন – https://powermin.gov.in/

অনানুষ্ঠানিকভাবে বাণিজ্যিক ঘোষণার আগ্রহ সংক্রান্ত প্রস্তাবের নথি দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2022/apr/doc202241442101.pdf

 

CG/CB/SFS



(Release ID: 1816885) Visitor Counter : 104


Read this release in: English , Urdu , Hindi , Tamil , Telugu