অর্থমন্ত্রক
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এবং ম্যানিটোবা সিকিউরিটিজ কমিশন, কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা পত্রে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন
Posted On:
13 APR 2022 3:29PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ এপ্রিল, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড এবং কানাডার ম্যানিটোবা সিকিউরিটিজ কমিশনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতাপত্রে অনুমোদন দিয়েছে।
সুবিধা :
• এই সমঝোতাপত্র শেয়ার ও ঋণপত্র সংক্রান্ত বিধিনিয়মের আন্তঃসীমান্ত সহযোগিতার আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন করবে, পারস্পরিক সহযোগিতার পথ সুগম করবে, দক্ষ নজরদারি ব্যবস্থা কায়েম করবে, প্রযুক্তিগত জ্ঞান বিনিময়ে সাহায্য করবে এবং শেয়ার ও ঋণপত্রের বাজারে কার্যকর বিধিনিয়ম প্রয়োগে সহায়ক হবে।
• এই সমঝোতাপত্রের সুবাদে ম্যানিটোবার বিনিয়োগকারীরা সেবিতে বিদেশী লগ্নিকারী হিসেবে নিজেদের নিবন্ধিত করতে পারবেন।
প্রভাব :
কানাডার ম্যানিটোবা প্রদেশের বহু সংস্থা বিদেশী বিনিয়োগকারী হিসেবে সেবিতে নিবন্ধিত হতে চায়। এর পূর্বশর্ত হলো, সংশ্লিষ্ট বিদেশী দেশ/ প্রদেশের শেয়ার ও ঋণপত্র বাজারের নিয়ন্ত্রককে আন্তর্জাতিক সিকিউরিটিজ কমিশন সংস্থার বহুপাক্ষিক সমঝোতাপত্রে (ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশনস মাল্টি ল্যাটারাল মেমোরেন্ডাম অফ আন্ডারস্টান্ডিং – আইওএসসিও এমএমইউ) স্বাক্ষর করতে হবে। এছাড়া সেবির সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতাপত্রেও সংশ্লিষ্ট দেশকে স্বাক্ষর করতে হবে। ম্যানিটোবার প্রায় ২০টি লগ্নিকারী সংস্থা (যাদের মোট সম্পদের মূল্য ২ হাজার ৬৬৫ কোটি টাকা) এই সমঝোতাপত্রের ফলে উপকৃত হবে। এই সংস্থাগুলি এবার ভারতীয় বাজারে বিনিয়োগ করতে পারবে।
CG/SD/AS/
(Release ID: 1816692)
Visitor Counter : 110