স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণের মোট সংখ্যা ১৮৬ কোটি ৭ লক্ষ ডোজ ছাড়িয়েছে

১২ থেকে ১৪ বছর বয়সসীমায় ২ কোটি ৩২ লক্ষ ডোজেরও বেশি টিকা দেওয়া হয়েছে
দেশে এখন চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০,৮৭০
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৮
সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ
সাপ্তাহিক সংক্রমণের হার ০.২৪ শতাংশ

Posted On: 13 APR 2022 9:46AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১৩ এপ্রিল, ২০২২

 

আজ সকাল সাতটা পর্যন্ত পাওয়া অন্তর্বর্তী রিপোর্ট অনুযায়ী, ভারতে কোভিড-১৯ টিকাকরণের মোট সংখ্যা ১৮৬ কোটি ৭ লক্ষ (,৮৬,০৭,০৬,৪৯৯) ডোজ ছাড়িয়েছেএজন্য লেগেছে মোট ,২৫,৮১,৭৩৮টি সেশন।

১২ থেকে ১৪ বছর বয়সসীমায় কোভিড টিকাকরণ শুরু হয়েছিল চলতি বছরের ১৬ই মার্চ থেকে। এপর্যন্ত ২ কোটি ৩২ লক্ষেরও বেশি (,৩২,২৫,৩৮১) কিশোর-কিশোরীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

১০৪০৪২১৫

দ্বিতীয় ডোজ

১০০০৬৫৫৪

সতর্কতামূলক ডোজ

৪৫৬২৮১৪

সামনের সারির করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

১৮৪১৪০৭৮

দ্বিতীয় ডোজ

১৭৫২৩০২১

সতর্কতামূলক ডোজ

৭০৬৪৫৬০

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

২৩২২৫৩৮১

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

৫৭৭৫৪৩৮৫

দ্বিতীয় ডোজ

৩৯৯৪০৫২৭

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫৫১৪০০১২

দ্বিতীয় ডোজ

৪৭১২৩৫০৪৯

সতর্কতামূলক ডোজ

৯৯২১

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০২৮৩৪৩০১

দ্বিতীয় ডোজ

১৮৬৪৯০৯৬৭

সতর্কতামূলক ডোজ

৩৫৩৬৮

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২৬৮০১৮৬৭

দ্বিতীয় ডোজ

১১৬১৬৫৬৬৭

সতর্কতামূলক ডোজ

১৩০৯৭৮১২

সতর্কতামূলক ডোজ

,৪৭,৭০,৪৭৫

মোট

,৮৬,০৭,০৬,৪৯৯

দেশে করোনা সংক্রমণ ধারাবাহিকভাবে কমছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০ হাজার ৮৭০মোট করোনা আক্রান্তের মধ্যে উপসর্গযুক্ত রোগীর হার ০.০৩ শতাংশ

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ গত ২৪ ঘন্টায় ১,০৮১ জন রোগী করোনামুক্ত হয়েছেন। এই নিয়ে অতিমারীর শুরু থেকে এপর্যন্ত মোট ৪ কোটি ২৫ লক্ষ ৫ হাজার ৪১০ জন সুস্থ হয়ে উঠলেন।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৮

গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ২৯ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা হয়েছেএই নিয়ে এপর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৯ কোটি ৪৯ লক্ষ ছাড়ালো (৭৯,৪৯,৫৪,৫২৫)

সাপ্তাহিক ও দৈনিক সংক্রমণের হার ধারাবাহিকভাবে কমছে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ০.২৪ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হার ০.২৫ শতাংশ।


CG/SD/SKD/



(Release ID: 1816472) Visitor Counter : 123