প্রতিরক্ষামন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত - অস্ট্রেলিয়া সামুদ্রিক নজরদারি তথা অনুসন্ধান বিমানের (এমপিআরএ) সমন্বয়মূলক অভিযান

Posted On: 12 APR 2022 9:42AM by PIB Kolkata

নতুন দিল্লি,  ১২ এপ্রিল, ২০২২

 

ভারতীয় নৌবাহিনীর একটি পি-৮আই সামুদ্রিক নজরদারি তথা অনুসন্ধানমূলক বিমান অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছেছে।

ভারতীয় নৌবাহিনীর এই বিমান ও তার চালকরা ডারউইনে এক সমন্বয়মূলক অভিযানে অংশগ্রহণ করবেন। এই অভিযানে ভারতীয় নৌবাহিনীর সামুদ্রিক নজরদারি স্কোয়াড্রন অ্যালবাট্রসের একটি দল অস্ট্রেলিয়ার বিমান বাহিনীর ৯২ শাখার সঙ্গে অংশ নেবে। দুই দেশের পি৮ বিমানগুলি ডুবোজাহাজ বিধ্বংসী ও ভূমি থেকে নজরদারি মহড়ায় যৌথ ভাবে অংশগ্রহণ করবে। এর ফলে দুই দেশের বাহিনীর মধ্যে সামুদ্রিক নজরদারিতে সচেতনতা আরও বাড়বে। 

সাম্প্রতিক সময়ে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মহড়ার মাধ্যমে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এমনকি, এই মহড়াগুলিতে পারস্পরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে দক্ষতা ও বন্ধুত্বের সম্পর্ক নিবিড় হয়েছে। উল্লেখ করা যেতে পারে, পি৮ বিমান এর আগে মালাবার এবং অসইনডেক্স মহড়ায় অংশ গ্রহণ করেছিল। 

ইন্দোনেশিয়া ও উত্তর অস্ট্রেলিয়ার মধ্যে যে জলসীমানা রয়েছে তা দুই দেশের কাছেই পারস্পরিক স্বার্থবাহী। প্রকৃত পক্ষে এই জলসীমানা ভারত মহাসাগরীয় অঞ্চলের প্রবেশদ্বার। ভারত - প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবাধ ও উন্মুক্ত যাতায়াত তথা এই অঞ্চলে আইনের শাসন ভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতে ভারত ও অস্ট্রেলিয়া দুই দেশের কাছেই অভিন্ন কৌশলগত স্বার্থ রয়েছে। 

 

CG/BD/AS/


(Release ID: 1816070) Visitor Counter : 166