অসামরিকবিমানপরিবহণমন্ত্রক
azadi ka amrit mahotsav

আগামীকাল ডিব্রুগড়-পাসিঘাট-লীলাবাড়ি –র মধ্যে বিমান চলাচলের সূচনা হতে চলেছে

Posted On: 11 APR 2022 3:20PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ এপ্রিল, ২০২২

 

দেশের অন্য অংশের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের বিমান যোগাযোগকে আরও বাড়ানোর লক্ষ্যে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক “উত্তর-পূর্বাঞ্চলে বিমান যোগাযোগ এবং বিমান পরিকাঠামো তৈরি করা” শীর্ষক একটি প্রকল্প অনুমোদন করেছে। উত্তর-পূর্ব রাজ্যে বিমান যোগাযোগের জন্য পরিকাঠামো গড়ে তোলা এবং এবিষয়ে প্রচারের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের অঙ্গ হিসেবে আগামীকাল ভারতের তৈরি হ্যাল ডোরনিয়ার ডো-২২৮ –এর প্রথম বিমানটি আসামের ডিব্রুগড় থেকে অরুণাচল প্রদেশের পাসিঘাট পর্যন্ত চলাচল শুরু করবে। এছাড়াও আসামের লীলাবাড়িতে উত্তর-পূর্বাঞ্চলের জন্য প্রথম ফ্লাইং ট্রেনিং অর্গানাইজেশন (এফটিও) এর উদ্বোধন করা হবে। 

আসাম এবং অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ও শ্রী পেমা খান্ডুর উপস্থিতিতে এর সূচনা করবেন আসামরিক বিমান পরিবহণ মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। অসামরিক পরিবহণ মন্ত্রকের সচিব শ্রী রাজীব বনসল সহ অন্য শীর্ষ আধিকারিকরা উপস্থিত থাকবেন। উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন শুধুমাত্র কৌশলগত গুরুত্বই নয়, দেশের অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নতির প্রয়োজনে ‘উড়ে দেশ কা আম নাগরিক’, আঞ্চলিক যোগাযোগ প্রকল্পের আওতায় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিশেষ গুরুত্ব দিয়েছে। এই অঞ্চলে আন্তঃ যোগাযোগ ব্যবস্থাপনার উন্নতিসাধনে উদ্যোগ নেওয়া হয়েছে। এক্ষেত্রে নতুন বিমানবন্দর গড়ে তোলা এবং পুরনো বিমানবন্দরগুলির সংস্কারসাধনও করা হচ্ছে।  

 

CG/SS/SKD/


(Release ID: 1815911) Visitor Counter : 157